1. [email protected] : চলো যাই : cholojaai.net
সবচেয়ে বেশি পর্যটক আসে যে দেশে
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
Uncategorized

সবচেয়ে বেশি পর্যটক আসে যে দেশে

  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১

ঘুরে বেড়ানো অনেকের জন্যই একটি নেশা। ভ্রমণপিপাসু মানুষরা দেশের গন্ডি পার হয়ে ঘুরতে যান বিশ্বের বিভিন্ন দেশে। আধুনিক এই যুগে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দেশের বাইরে ঘুরতে যাওয়া মানুষের পরিমাণ বেড়েছে অনেকগুণ।

এমন অনেক দেশ আছে, যাদের আয়ের প্রধান উৎস পর্যটন খাত। এজন্য খাতটিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যটকদের আকর্ষণের চেষ্টা করে তারা। পর্যটকরাও নানা সুবিধা পেয়ে ছুটে যায় ঐসব দেশে। আপনি জানেন কি, বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক কোন দেশে যায়?

সিএনএনের এক প্রতিবেদন বলছে, বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণকারী দেশ হংকং। ২০১৭ সালে দেশটিতে ২৭ কোটি ৮ লাখ ৮০ হাজার ৩০০ পর্যটক গেছেন। ২০১৮ সালে এখানে ২৯ কোটি ৮ লাখ ২৭ হাজার ২০০ পর্যটক আসবেন বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে থাইল্যান্ড (ব্যাংকক)। এখানে ২০১৭ সালে পর্যটক এসেছেন ২২ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৯০০ জন। পূর্বাভাস বলছে, ২০১৮ সালে এই সংখ্যাটি ২৩ কোটি ৬ লাখ ৮৮ হাজার ৮০০ জনে পৌঁছাবে।

সবচেয়ে বেশি পর্যটন আকর্ষণকারী দেশের তালিকায় তৃতীয় অবস্থানে আছে ইংল্যান্ড (লন্ডন)। ২০১৭ সালে এখানে ১৯ কোটি ৮ লাখ ২৭ হাজার ৮০০ পর্যটক আসেন। পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে এ সংখ্যাটি হবে ২০ কোটি ৭ লাখ ১৫ হাজার ৯০০ জন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com