বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
Uncategorized

সংসদে প্রবাসীদের জন্য ৩০টি আসন বরাদ্দের দাবি

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

প্রবাসীদের জন্য জাতীয় সংসদে ৩০টি আসন বরাদ্দের দাবি জানিয়েছেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সাংসদ ও আমেরিকার ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এমএম শাহীন। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে কুলাউড়া বিজনেস অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবর্ধনার জবাবে তিনি এ দাবি জানান।

সংগঠনের সভাপতি নজরুল ইসলাম তালুকদার লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার পরিচালনায় এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাহাব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সভাপতি হাজী আব্দুর রব, কুলাউড়া বিজনেস অ্যাসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন তরফদার, প্রধান উপদেষ্টা জালাল উদ্দিন মন্তর, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার কার্যকরী সভাপতি গীতিকবি আজাদ লালন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান চুনু , কুলাউড়া বিজনেস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আলিম উদ্দিন, উপদেষ্টা তারা মিয়া বকুল, জালালাবাদ অ্যাসোসিয়েশন আমিরাতের সভাপতি শাহেদ নুর, ওসমানী স্মৃতি পরিষেদের সভাপতি নজরুল ইসলাম, কমলগঞ্জ সমিতির উপদেষ্টা আব্দুল মানিক, ভাটেরিয়ান অ্যাসোসিয়েশন আমিরাতের শাহ্ আব্দুল কাদির।

বক্তব্য রাখেন বায়ান্ন টিভির সিইও এবং সম্পাদক লুৎফুর রহমান, ওসমানী স্মৃতি পরিষদ আমিরাতের সাংগঠনিক সম্পাদক বাবলু চৌধুরী কমলগঞ্জ সমিতি আমিরাতের সম্পাদক জাহাঙ্গীর আলম।

কুলাউড়া বিজনেস অ্যাসোসিয়েশনের সদস্য রায়হানুল ইসলাম শামীমের স্বাগত বক্তব্যের পর বক্তব্য রাখেন- আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস আমির আলী, জুড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মান্নান, জাবেদ আহমদ ক্বারী আবু রুকিয়ান ইকবাল হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মো. আলী মান্না, চুনু মিয়া, আরজদ আলী, তয়মুছ আলী, দেলোয়ার আহমদ, মোস্তাক আহমেদ, আছকর আলী, আব্দুল ওয়াহীদ, আব্দুল মুজিব খান, মাহমুদ আলী, জামাল তালুকদার, কয়ছর আহমেদ, সুহেল আহমদ, কামরুল ইসলাম নাজু, মাকসুদুর রহমান, বাপ্পী হোসেন, রুপম আহমদ, ময়নুল ইসলাম, তুহিন আহমদ, আব্বাস আলী, সজিব আহমেদ, সালেখ আহমেদ, মকবুল আহমাদ, খালেদ আহমেদসহ অনেকে। পরে সংবর্ধিত অতিথির সম্মানে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com