শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন
Uncategorized

শ্রমিকদের মর্যাদার প্রতিদান দিলো কাতার, ফ্ল্যাগ প্লাজায় স্থান পেল বাংলাদেশের পতাকা

  • আপডেট সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

কাতার বিশ্বকাপের ফ্ল্যা’গ প্লাজায় স্থান পেল বাংলাদেশের পতাকা। ১১৯ দেশের পতাকা উ’ত্তোলন করা হয়েছে এ ফ্ল্যাগ প্লাজায়। বাংলাদেশের পতাকা স্থা’ন পাওয়ায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা।

ফুটবল বিশ্বকাপের মাঠের ল’ড়াইয়ে বাংলাদেশ না থাকলেও, কাতারে অবকা’ঠামো উন্নয়ন ও বিশ্বকাপের জন্য নির্মিত আটটি স্টেডিয়াম নির্মাণে রয়েছে প্রবাসী বাংলাদেশিদের শ্রম। প্রবাসী শ্র’মিকদের মর্যাদার প্রতিদান দিল দেশটি।

কাতারের ফ্ল্যাগ প্লাজায় স্থান পেল বাংলাদেশের পতাকা। দেশটির দোহা আল কার্নিশ ইসলামিক মিউজিয়াম পা’র্কে নির্মিত ফ্ল্যাগ প্লাজায় ফুটবল বিশ্বকাপে অংশ নেয়া ৩২ দলসহ মোট ১১৯ দেশের পতাকা স্থা’ন পেয়েছে।

বাংলাদেশের পতাকা ফ্ল্যাগ প্লাজায় স্থান পাওয়ায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। এক প্রবাসী বলেন, বিশ্বকাপের ফ্ল্যাগ প্লাজায় বাংলাদেশের পতাকাও স্থান পেয়েছে। একজন বাংলাদেশি হিসেবে এটা আমাদের জন্য গর্বের।

আমরা এখানে কাজ করেছি। গর্ববো’ধ করছি। চলতি বছরের ২০ নভেম্বর মাঠে গড়াবে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ। সারাবিশ্বের ফুটবল প্রেমীদের চোঁ’খ এখন আয়োজক দেশ কাতারের দিকে।

ফুটবল বিশ্বকাপ মাঠে গ’ড়াতে আর বাকি মাত্র ৪৫ দিন। আগামী ১লা নভেম্বর থেকে কাতারে আসতে শুরু করবেন ফুটবলপ্রেমী দ’র্শকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com