রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

শেঙ্গেন ভিসা প্রতারণা: ইটালিতে আটক ২ বাংলাদেশি

  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

শেঙ্গেন ভিসা প্রতারণার অভিযোগে দুই বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে ইটালির পুলিশ৷ এই দুই বাংলাদেশি ইটালির ভিসা যোগাড় করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আরেক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে ১৬ হাজার ইউরো হাতিয়ে নিয়েছে৷

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা ভুক্তভোগীকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই অর্থ দেয়ার প্রস্তাব দিয়েছিল৷ বিনিময়ে তাকে ‘ওয়ার্ক পারমিট ভিসা’ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়৷

অর্থ দেয়ার পর ভুক্তভোগী জানতে পারেন, নির্দিষ্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কোথাও জমা দেয়া হয়নি এবং অভিযুক্তরা তার সাথে যোগাযোগ বন্ধ করে অদৃশ্য হয়ে যান৷

এমন পরিস্থিতি ইটালির বোলোগনা অঞ্চলের পাবলিক প্রসিকিউটরের অফিসে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বাংলাদেশি অভিবাসী৷

২০২৪ সালের শুরুতে বাংলাদেশি আবেদনকারীদের মাধ্যমে জমা হওয়া ভুয়া নথির উচ্চ সংখ্যার প্রতিক্রিয়ায় ইটালি কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সাময়িক স্থগিত করেছিল৷

ইটালি কর্তৃপক্ষ সম্প্রতি এই ধরনের প্রতারণা সম্পর্কে বিদেশিদের সতর্ক করেছে, বিশেষ করে ভুয়া ভিসা আবেদনের বিষয়ে।

কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ভিসা শুধু অফিসিয়াল চ্যানেল অর্থাৎ ভিসা সেন্টার, দূতাবাসের মাধ্যমে ইস্যু হয়ে থাকে৷ এর বিপরীত ঘটনা দেখা গেলে অবিলম্বে পুলিশকে অবহিত করা উচিত৷

কৃষিসহ বিভিন্ন ভিসা নিয়ে এই ধরনের অনিয়ম ইটালিতে নতুন কিছু নয়৷ এরকম আরেকটি ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে ইটালি কর্তৃপক্ষ পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে৷

এদের বিরুদ্ধে ভুয়া নথি তৈরি এবং নকল বিয়ের মাধ্যমে রেসিডেন্স ও ওয়ার্ক পারমিট পেতে অর্থ দাবি করতো৷

২০২৩ সালে বাংলাদেশিরা শেঙ্গেন ভিসার জন্য সবচেয়ে বেশি আবেদন জমা দিয়েছিল ঢাকার ইটালি দূতাবাসে৷ যেখানে ৩৯ হাজার ৭২৯টি ভিসা আবেদনের মধ্যে ৩৪ শতাংশ আবেদন ইটালির জন্য জমা দেওয়া হয়েছিল৷

অপরদিকে, ২০২৪ সালে বাংলাদেশিদের জন্য ইটালির ভিসা অনুমোদনের হার ছিল মাত্র ৪০ শতাংশ৷ এতে বোঝা যায়, ইটালি বাংলাদেশিদের জন্য সবচেয়ে কম ভিসা অনুমোদনকারী দেশগুলোর মধ্যে একটি৷

শেঙ্গেন নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com