বৃষ্টির সজিবতায় চিলিতে অবস্থিত বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি ‘আতাকামা’ ফুলবাগানে পরিণত হয়েছে। গত কয়েকদিন বৃষ্টির পর এখানকার বালি সাদা ও বেগুনি ফুলে ছেয়ে গেছে। আতাকামা মরুভূমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বীজ প্রতি কয়েক বছর পর বসন্তকালে ফুলের আকারে ফোটে। এ মরুভূমির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং খুব সুন্দর বলে বর্ণনা করা হচ্ছে।
ন্যাশনাল ফরেস্ট্রি কর্পোরেশন-এর জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান সিজার পিজারো উল্লেখ করেছেন, বর্তমান পুষ্প এতটা বিস্তৃত নয় যে, আনুষ্ঠানিকভাবে ‘ফুলের মরুভূমি’-এর অংশ হিসাবে বিবেচিত হবে। তবে, আরো বৃষ্টির প্রত্যাশিত, যার ফলে ফুলের ব্যাপক বিস্তার হতে পারে।
চিলির পন্টিফিকাল ক্যাথলিক ইউনিভার্সিটির ২০২২ সালের বিশ্লেষণ অনুসারে, গত ৪০ বছরে প্রায় ১৫টি এ ধরনের প্রস্ফুটিত হওয়ার ঘটনা ঘটেছে। ২০২২ সালে চিলির সরকার এ বিরল ফুল এবং পোকামাকড়, সরীসৃপ এবং পাখিসহ তাদের সমর্থনকারী বন্যপ্রাণীগুলোকে রক্ষায় আতাকামা মরুভূমিতে একটি নতুন জাতীয় উদ্যান তৈরির ঘোষণা করেছে। সূত্র : সিএনএন।