শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:১৩ অপরাহ্ন
Uncategorized

শিলং ভ্রমণ

  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

ভারতের মেঘালয় রাজ্যেরা রাজধানী শিলং বেশ জনপ্রিয় একটি পর্যটন শহর। প্রায় ৬,০০০ ফিট উচ্চতায় অবস্থিত শিলং শহর এবং তার আশেপাশে দেখার জন্য অনেক সুন্দর জায়গা আছে। বিশেষত যারা পুরো পরিবার নিয়ে স্বল্প খরচে দেশের বাইরে ঘুরতে যান তারা শিলংকে বেছে নিতে পারেন। বাংলাদেশের সিলেট জেলার সাথেই মেঘালয়ের অবস্থান। পৃথিবীর ২য় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জিতে, যা মেঘালয় রাজ্যের অন্তর্গত। যারা মেঘ, পাহাড়-পর্বত এবং ঝরণা ভালোবাসেন তাদের জন্য মেঘালয় আদর্শ গন্তব্য।

ডাউকি থেকে শিলং দুই ভাবে যাওয়া যায়। এক গাড়ি রিজার্ভ করে। আর দুই লোকাল গাড়িতে। রিজার্ভ করে নিলে যে গাড়ি সিলেক্ট করবেন সেটা যেন অবশ্যই হয় হলুদ প্লেট নাম্বারওয়ালা। হলুদ প্লেট মানে হল সার্ভিস গাড়ি যারা সরকারকে ট্যাক্স দেয়। আর সাদা প্লেট মানে হচ্ছে প্রাইভেট। ড্রাইভারকে অবশ্যই বলবেন নিচের এরিয়াগুলো দেখিয়ে নিতে। উল্লেখ্য যে গাড়ি ইমিগ্রেশন পয়েন্টের ওখানে পাবেন। সবগুলো এরিয়া দেখানো পর ভাড়া পড়বে ২৫০০ রুপি।

যাবার সময় যা যা দেখবেন:

ডাউকি ব্রিজ, ডাউকি ভিলেজ, ওয়াচ টাওয়ার, বড়হিল ফলস, ওয়ার্নক্রান ফলস, লিভিং রুট ব্রিজ, মওলীননোঙ্গ ভিলেজ।

যাতায়াত ও খরচঃ

আর লোকাল গাড়িতে ডাউকি টু শিলং গেলে বাসের ভাড়া পড়বে ১৬০ রুপি। আর সুমো গাড়ি হলে ২৮০ রুপি। ‍উল্লেখ্য সুমো গাড়ি হল আমাদের জীপের মতো গাড়ি। লোকাল গাড়িতে যেতে হলে প্রথমে আপনাকে ইমিগ্রেশন পয়েন্ট থেকে ডাউকি বাজারে যেতে হবে। প্রায় ২কি.মি যেতে গাড়ি রিজার্ভ করলে ১০০ রুপী ভাড়া পড়বে। চাইলে পায়ে হেটেও যেতে পারেন।

টিপস: প্রথমে আপনার ঘড়ির টাইম ঠিক করে নিন। ৩০ মিনিট পিছিয়ে দিন ঘড়িকে। সবাই বাংলা বুঝতে পারে সুতরাং বাংলায় কথা বলুন। পারলে হিন্দিও বলতে পারেন। আর যারা ইংরেজী জানেন তারা ইংরেজীও বলতে পারবেন। খাসিয়ারা হিন্দী বুঝেনা। তারা কেবল খাসি আর ইংরেজী জানে।

থাকবেন যেখানেঃ থাকবেন পুলিশ বাজার। বড় বাজারে খাসিয়ারা মদ খেয়ে ঝামেলা করে। হোটেলে উঠার আগে অবশ্য চেক করবেন ওয়াসরুমে পানি গরমের হিটার আছে কিনা।যদি না থাকে তবে ঠান্ডা সময় গোসল করতে পারবেননা। একদম প্রয়োজন না হলে কোন কিছু ধোয়ার দরকার নাই। ধুয়ে দিলে শুকানো কঠিন।

হোটেল হিল ষ্টার

পুলিশ বাজার, শিলং। ফোন: 0364-2223666
ভাড়া: ৮০০ রুপি ডাবল বেড অন/অফ সিজন একই রেট

হোটেল মুনসন
ভাড়া: ২৫০০ রুপি সিজন অফ সিজন হলে ১৫০০ রুপি ডাবল বেড।

আসুতোস ইনন

জি.এস রোজ, শিলং । ফোন: +91-0364-2221276, +91-9436165135
ভাড়া: ২০০০ রুপী পযর্টক বেশি হলে। কম থাকলে ১০০০/১২০০ রুপি ডাবল বেড।

অত:পর ঘুরাঘুরি

সকাল ৬ বা ৬.৩০ এ রুম থেকে বেরিয়ে পড়ুন।তারপর পুলিশ বাজার পুলিশ বক্সের সামনে নাস্তা সেরে বেড়িয়ে পড়ুন ঘুরতে।কেন সকাল বেরহবেন? দুইটা কারন। এক সকালে সবকিছু ক্লিয়ার দেখবেন। মেঘ তেমন থাকবেনা।বেলা বাড়ার সাথে সাথে মেঘ বাড়বে। দুই বিকাল ৩টার আগেফিরবেন।কেন ফিরবেন? তাহলে শপিং করতে পারবেন।

বেড়ানোর জন্য কোথা হতে গাড়ি রিজার্ভ করতে হবে
বেড়ানোর জন্য গাড়ি রিজার্ভ করতে হলে আপনাকে সেটা করতে হবে পুলিশ বাজারে পুলিশ বক্সের সামনে থেকে। গাড়ি রিজার্ভ করার আগে কি কি দেখবেন সবকিছু ঠিক করে নিবেন।

ড্রাইভার: আলিম মজুমদার।

মোবাইল নাম্বার: +91948516439 (whatsaap) +919863020472 (personal number)
উল্লেখ্য তিনি কমিশনভোগী পচন্দ করেননা। তাই সাধু সাবধান।

ট্যুর প্ল্যান

১ম দিন
যাবার সময় দেখে নিবেন (যদি রিজার্ভ গাড়িতে যান) : ডাউকি ব্রিজ, ডাউকি ভিলেজ, ওয়াচ টাওয়ার, বড়হিল ফলস, ওয়ার্নক্রান ফলস, লিভিং রুট ব্রিজ, মওলীননোঙ্গ ভিলেজ।
খরচ পড়বে: ২৫০০ রুপী।

২য় দিন 
গাড়ি রিজার্ভ করলে দেখতে যাবেন: নুকায়কালী ফসল, মৌসুমী কেইভ, সেভেন সিষ্টার, ওয়াকাভা ফলস।
খরচ পড়বে: ১৮০০ রুপী।

৩য় দিন 
গাড়ি রিজার্ভ করলে দেখতে যাবেন: সুইট ফলস, লাইটলুম, লেডি হায়দোরী পার্ক, ওয়ার্ডস লেক, অল সেন্টস চার্চ, রাজার বাড়ি, বড় পানির লেক/অর্কিড লেক/উমিয়াম লেক।
খরচ পড়বে: ৩০০০ রুপী।

৪র্থ দিন
বাংলাদেশ আসার সময় দেখে নিবেন: এলিফেন্ট ফলস, সংপেডেং ভিলেজ, কারেনসুরি ফলস।

খরচ পড়বে: ৩০০০ রুপী।
কম টাকায় শিলং ট্যুর

সিলেট সোবহানীঘাট টু তামাবিল: ৫৫ টাকা বাস ভাড়া জনপ্রতি
ইমিগ্রেশন অফিস টু ডাউকি বাজার: ৫০ টাকা (২জন হলে জনপ্রতি)
ডাউকি বাজার থেকে শিলং: সুমো গাড়ি হলে ২২০ টাকা। আর বাস হলে ১৮০ টাকা জনপ্রতি।
শিলং হোটেল খরচ: ৫০০ টাকা জনপ্রতি (কমদামী হোটেল)

বেড়ানো:কম টাকায় বেড়ানোর ব্যাবস্থা করে রেখে মেঘালয় টুরিজম। দেখে নিন তাদের অফারগুলো।

Shillong: The Tour covers the following places of tourist interest:
Elephant Falls, Shillong Peak, Lady Hydari Park, Laitumkhrah Cathedral, Wards Lake, Golf Course, State Museum.

Tour Fares:
Delux Video Coach: Rs. 100/- per Person
Sumo/Mini Delux Coach: Rs. 120/- per Person
Tourist Cab: Rs. 175/- per Person.

Shillong-Barapani: The Tour covers the following places of tourist interest:
Elephant Falls, Shillong Peak, Lady Hydari Park, Laitumkhrah Cathedral, Wards Lake, Golf Course, State Museum, Bishop Beadon Falls, Barapani Lake.

Tour Fares:
Delux Video Coach: Rs. 150/- per Person
Sumo/Mini Delux Coach: Rs. 175/- per Person
Tourist Cab: Rs. 200/- per Person.

Sohra (Cherrapunjee): The Tour covers the following places of tourist interest:
Mawkdok Valley, Ramkrishna Mission, Nohkalikai Falls. Mawsmai Caves, Eco Park, Nohsngithiang Falls, Thangkharang Park, Motrop (Giant conical rock).

Tour Fares:
Delux Video Coach: Rs. 200/- per Person
Sumo/Mini Delux Coach: Rs. 230/- per Person
Tourist Cab: Rs. 375/- per Person.

Mawsynram : The Tour covers the following places of tourist interest:
Mawjyngbuin Cave, Khreng Khreng (Cracked rock), Rit Mawksir (view point), Jakrem (Hotwater Spring).

Tour Fares:
Delux Video Coach: Rs. 240/- per Person
Sumo/Mini Delux Coach : Rs. 260/- per Person
Tourist Cab:Rs.500/-per Person.

Nartiang: The Tour covers the following places of tourist interest:
Durga Mandir, Shiv Mandir. Monolith Park, Thadlaskein Lake, Thadlaskein Resort.

Tour Fares:
Delux Video Coach: Rs. 210/- per Person
Sumo/Mini Delux Coach : Rs. 250/- per Person
Tourist Cab: Rs. 500/-per Person.

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com