চলতি বছর ২০২৩ এর দ্বিতীয়ার্ধের প্রথম ভাগে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে গৃহকর্মী নিয়োগ করতে পারে দক্ষিণ কোরিয়া। দেশটিতে রেকর্ড নিম্ন জন্মহার বাড়ানোর লক্ষ্যে সিউল সিটি এবং কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয় এই পাইলট প্রকল্পের কাজ শুরু করছে। যেন ফিলিপাইনের মতো দেশগুলো থেকে গৃহকর্মী নিয়োগ দেওয়া যায়।
জানা যায়, আগামী জুন-জুলাইয়ের মধ্যে বিদেশি গৃহকর্মী নিয়োগের বিস্তারিত পরিকল্পনা করবে দেশটির সরকার। যার মধ্যে কখন থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং পাইলট প্রকল্পে কতজন কর্মী থাকবে তা উল্লেখ থাকবে।
কোরিয়ান সরকার ইপিএস সিস্টেমের অধীনে অনুমোদিত ক্ষেত্রগুলোর মধ্যে গৃহকর্মী অন্তর্ভুক্ত করে ই-৯ ভিসা ইস্যু করার পরিকল্পনা করছে। যা অনুমোদিত এজেন্সিগুলোর মাধ্যমে কোরিয়ার পরিবারগুলো গৃহকর্মী নিয়োগ করতে পারবে।
দক্ষিণ কোরিয়ার ন্যূনতম বেতন প্রতি ঘণ্টায় ৯৬২০ উওন। কোরিয়াতে বিদ্যমান গৃহকর্মীর বেতনের তুলনায় ৩০ শতাংশ কমবেশি হবে বিদেশি গৃহকর্মীর বেতন। বর্তমানে কোরিয়ান বংশোদ্ভূত চীনা গৃহকর্মীদের বেতন প্রতি ঘণ্টায় ১৩ হাজার উওন এবং কোরিয়ানদের জন্য ১৫ হাজার উওন।
সিউলের মেয়র ওহ সে হোন বলেছেন, দেশের জন্মহার বাড়াতে বিদেশি গৃহকর্মীদের এখানে কাজ করার অনুমতি দিতে এবং নারীদের কর্মজীবনের মধ্যে লম্বা বিরতি থেকে বিরত রাখার জন্য আহ্বান করা হচ্ছে। এসময় সিঙ্গাপুর এবং হংকংয়ের কথাও উল্লেখ করেন তিনি।