1. [email protected] : চলো যাই : cholojaai.net
শিক্ষার্থীদের ভিসা বাতিল করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা
বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

শিক্ষার্থীদের ভিসা বাতিল করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

যুক্তরাষ্ট্রে শতাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অন্তত এক হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা এ জন্য মামলা করেছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, সরকার তাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই হঠাৎ তাদের আইনি অবস্থান বাতিল করেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, হার্ভার্ড, স্ট্যানফোর্ড থেকে শুরু করে মেরিল্যান্ড, ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের মতো নামকরা প্রতিষ্ঠানসহ ১২৮টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রক্রিয়ার শিকার হয়েছেন।

বিশেষায়িত শিক্ষাবিষয়ক প্রকাশনা ইনসাইড হায়ার এডুকেশন জানিয়েছে, বুধবার (১৬ এপ্রিল) পর্যন্ত ১৩০০-এর বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ও সদ্য গ্র্যাজুয়েটদের ভিসা বাতিল করা হয়েছে।

শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধে দায়েরকৃত মামলায় দাবি করেছেন, তাদের ভিসা বাতিলের পেছনে উপযুক্ত কারণ ছিল না। এটি একটি নীতিগতভাবে সংগঠিত গণবাতিলের অংশ।

শিক্ষার্থীরা বলেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল কেবল অতীতের ছোটখাটো বিষয়, যেমন ট্রাফিক আইন লঙ্ঘন। আবার অনেকেই জানেন না কেন তাদের ভিসা বাতিল করা হয়েছে।

নিউ হ্যাম্পশায়ার, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে দায়ের করা মামলাগুলোতে শিক্ষার্থীরা দাবি করেছেন, ট্রাফিক আইন লঙ্ঘনের মতো ছোটখাটো অভিযোগ অথবা অজানা কারণেও তাদের ভিসা বাতিল করা হয়েছে। মিশিগানের আইনজীবীরা একটি মামলায় উল্লেখ করেছেন, এই সমন্বিত পদক্ষেপ প্রমাণ করে যে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট একটি অলিখিত নীতির মাধ্যমে শিক্ষার্থীদের বৈধ মর্যাদা গণহারে বাতিল করছে।

হার্ভার্ড, স্ট্যানফোর্ড, ওহাইও স্টেট ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ফেডারেল সরকারের কাছে এমন পদক্ষেপের ব্যাখ্যা চেয়েছে। কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পাসপোর্ট ও অভিবাসন নথি সাথে রাখার পরামর্শ দিয়েছে।

ম্যাসাচুসেটস বস্টন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মার্সেলো সুয়ারেজ-ওরোজকো বলেন, দুজন শিক্ষার্থী ও পাঁচজন সাবেক শিক্ষার্থীর বৈধ অবস্থানের অনুমতি বাতিল করা হয়েছে। এই অনিশ্চয়তা মোকাবিলায় আমাদের সচেতন হতে হবে।

মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের মিশেল মিটেলস্টাট বলেছেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী নীতি শিক্ষার্থীদের ওপরও প্রভাব ফেলছে। আমেরিকান কাউন্সিল অন এডুকেশনের সারা স্প্রেইটজার সতর্ক করেছেন, আইসিইর অভিযান ও দ্রুত নির্বাসনের হুমকি শিক্ষার্থীদের মধ্যে ভয় সৃষ্টি করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com