বর্ষা ও শরৎ পেরিয়ে প্রকৃতিতে এসেছে হেমন্তকাল। এখনো খাল-বিল ও পুকুর-জলাশয়ে দেখা মিলছে শাপলা ফুলের। হেমন্তের হালকা কুয়াশা জড়ানো সকালে ফুটন্ত শাপলা যেমন প্রকৃতিতে স্নিগ্ধতা ছড়ায়, তেমনি এই ফুলের ডাঁটা তুলে বাজারে বিক্রি করে সংসার চলে কারও কারও। সম্প্রতি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রাম থেকে ছবিগুলো তোলা।