রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

শাপলা ফুলে জীবিকা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

বর্ষা ও শরৎ পেরিয়ে প্রকৃতিতে এসেছে হেমন্তকাল। এখনো খাল-বিল ও পুকুর-জলাশয়ে দেখা মিলছে শাপলা ফুলের। হেমন্তের হালকা কুয়াশা জড়ানো সকালে ফুটন্ত শাপলা যেমন প্রকৃতিতে স্নিগ্ধতা ছড়ায়, তেমনি এই ফুলের ডাঁটা তুলে বাজারে বিক্রি করে সংসার চলে কারও কারও। সম্প্রতি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রাম থেকে ছবিগুলো তোলা।

বিলে ফুটেছে শুভ্র শাপলা ফুল।
বিলে ফুটেছে শুভ্র শাপলা ফুল।

নৌকা নিয়ে বিল থেকে শাপলা তুলছেন এক ব্যক্তি।
নৌকা নিয়ে বিল থেকে শাপলা তুলছেন এক ব্যক্তি।

শাপলা ফুল তুলতে বিলের পানিতে নেমেছে কিশোর।
শাপলা ফুল তুলতে বিলের পানিতে নেমেছে কিশোর।

বিল থেকে শাপলার ডাঁটা তুলে ঘরে ফিরছেন বাবা–ছেলে।
বিল থেকে শাপলার ডাঁটা তুলে ঘরে ফিরছেন বাবা–ছেলে।

শাপলা ফুল বাজারে নেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে।
শাপলা ফুল বাজারে নেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে।

ভ্যানে করে শাপলা ফুল বাজারে নিয়ে যাওয়া হচ্ছে।
ভ্যানে করে শাপলা ফুল বাজারে নিয়ে যাওয়া হচ্ছে।

শাপলা ফুল তুলে খেলায় মেতেছে দুই শিশু।
শাপলা ফুল তুলে খেলায় মেতেছে দুই শিশু।

খেলার সাথিদের জন্য শাপলা নিয়েছে শিশুটি।
খেলার সাথিদের জন্য শাপলা নিয়েছে শিশুটি।

বান্ধবীরা মিলে শাপলা ফুল নিয়ে খেলা।
বান্ধবীরা মিলে শাপলা ফুল নিয়ে খেলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com