1. [email protected] : চলো যাই : cholojaai.net
শরণার্থীদের নিজ দেশে ভ্রমণ নজরদারি করবে সুইডেন
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্লাইট বদলের অপেক্ষাকে উপভোগ্য করে তুলুন চ্যাটজিপিটির পরামর্শে ফ্রান্সে স্থায়ী বসবাস মার্কিন নারীর দিচ্ছে স্থায়ীভাবে বসবাসের সুযোগ, আবেদন করবেন যেভাবে কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা স্থগিত কোনরকম পোশাক পরেন না এই গ্রামের বাসিন্দারা বস্টনে ভ্রাম্যমাণ পাসপোর্ট সেবাকে ঘিরে তীব্র বিতর্ক ও ক্ষোভ এবারও যুক্তরাষ্ট্রের ডিভি লটারির সুবিধা থেকে বঞ্চিত থাকছে বাংলাদেশ এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক ফিনল্যান্ড – যেখানে পড়াশোনা মানে শুধু ডিগ্রি নয়, এক অন্যরকম অভিজ্ঞতা নাছোড়বান্দা এক অভিবাসীর পাল্লায় পড়েছে যুক্তরাজ্য

শরণার্থীদের নিজ দেশে ভ্রমণ নজরদারি করবে সুইডেন

  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

রিফিউজি স্ট্যাটাস বা শরণার্থী মর্যাদা পাওয়া ব্যক্তিদের ভ্রমণ পর্যবেক্ষণে বেশ কয়েকটি সংস্থাকে নির্দেশ দিয়েছে সুইডিশ সরকার৷ সুরক্ষার অপব্যবহার ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্টকহোম৷

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এই সিদ্ধান্ত নিয়েছে সুইডেন সরকার৷ দেশটির পুলিশ এবং বিভিন্ন দেশে অবস্থানরত সুইডিশ দূতাবাসগুলোকে যৌথভাবে শরণার্থীদের ভ্রমণ সম্পর্কিত তথ্য বিনিময়ে একটি প্রক্রিয়ার তৈরির দায়িত্ব দিয়েছে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি৷

কর্তৃপক্ষের মতে, এমন উদ্যোগের উদ্দেশ্য আশ্রয় ব্যবস্থার অপব্যবহার বন্ধ করা৷ এর মাধ্যমে যেসব ব্যক্তিদের আর সুরক্ষার প্রয়োজন নেই তাদের শনাক্ত করতে চাই সুইডিশ কর্তৃপক্ষ৷

সুইডিশ অভিবাসনমন্ত্রী জোহান ফরসেল বলেন, ‘‘যদি কেউ একটি দেশ থেকে পালিয়ে আসার কারণে সুইডেনে শরণার্থী মর্যাদা পেয়ে থাকেন, সেক্ষত্রে তিনি আবার নিজ দেশে ঘুরতে যাওয়ার ঘটনা পুরোপুরি বিব্রতকর৷ এর ফলে তাদের এখনও সুরক্ষার প্রয়োজন আছে কি-না অথবা তারা প্রাথমিকভাবে মিথ্যা তথ্য সরবরাহ করেছে কি-না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়৷’’

সুইডেনে থাকা শরণার্থীদের তাদের নিজ দেশে ছুটি কাটানো নিয়ে জনসাধারণের মধ্যে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্কের প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ নিয়েছে সরকার৷

সুইডিশ একটি সংস্থার ২০২২ সালের সমীক্ষায় দেখা গেছে, সুইডেনে থাকা ৭৯ শতাংশ শরণার্থী বলেছেন তারা ছুটি কাটাতে নিজ দেশে গেছেন৷

জোহান ফরসেল বলেন,

ভ্রমণ ও সুরক্ষা আবেদন নিয়ে যে অপব্যবহার আছে সেটি নিয়ে কথা বলার সাহস আমি রাখি৷ কিন্তু এটি কতটা ব্যাপক সেটি এখনই বলা মুশকিল৷ আশাকরি আমরা শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানতে পারব৷

এই উদ্যোগের ফলাফল আগামী গ্রীষ্মে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অভিবাসনমন্ত্রী৷

এছাড়া সুইডেনে অভিবাসীদের রেসিডেন্স পারমিট প্রত্যাহার করার সময়সীমার সম্ভাব্য সংশোধন, বাসস্থান এবং ভ্রমণ আইন সামঞ্জস্য করার বিষয়ে চলমান আলোচনা অব্যাহত থাকবে বলে যোগ করেছেন ফোরসেল৷

এই সিদ্ধান্তটি সুইডেনের মধ্য-ডানপন্থি জোট সরকারের বৃহত্তর প্রচেষ্টার ফল৷ জোট সরকারের অংশীদার অতি ডান দল সুইডিশ ডেমোক্র্যাটস (ইসিআর) শুরু থেকেই দেশটির অভিবাসন নীতিকে কঠোর করার জন্য দাবি করে আসছিল৷

চলতি বছর হিউম্যান রাইটস ওয়াচসহ অধিকার সংস্থাগুলো সুইডেনের অভিবাসন নীতি এবং ইইউ-এর মাইগ্রেশন এবং অ্যাসাইলাম প্যাক্ট সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে৷

তারা স্টকহোমকে আশ্রয় পদ্ধতির বিধান বজায় রাখা এবং মানবাধিকারকে সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে৷ এছাড়া আশ্রয়প্রার্থীদের ক্ষতি করতে পারে এমন পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক থাকারও অনুরোধ জানানো হয়েছে৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com