শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

শখপূরণে একদিনে কোটি টাকার শপিং, কে এই নারী

  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩

শখপূরণে মানুষ কত কিছুই না করে! কেনাকাটা, খাওয়া-দাওয়া, ঘোরাফেরা করার জন্য কাড়ি কাড়ি টাকা খরচ করেন অসংখ্য মানুষ। এমনই একজন নারী দুবাইয়ের সৌদি।

ভিনদেশে ঘুরতে গিয়ে একদিনে প্রায় ৭০ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় ৯২ লাখ টাকা) শপিং করেছেন ওই নারী। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, ইনস্টাগ্রামে নানা পোস্ট, রিলস, ও ভিডিও পোস্ট করেন ধনাঢ্য এই গৃহিণী।

বাস্তব জীবনের কথা বলতে গিয়ে সৌদি বলেন, তিনি কেবল নির্দিষ্ট ডিজাইনারের নকশা করা পোশাক ও ব্যাগ পছন্দ করেন।

তিনি বলেন, আমরা মালদ্বীপকে ভালোবাসি। আমরা কয়েক মাস পরপরই লন্ডনে যাই। মাত্র কয়েক দিন আগেই সিচেলিস থেকে ফিরেছি। আমরা পরবর্তী ভ্রমণের জন্য জাপান যেতে চাই।

যুক্তরাজ্যের সাসেক্সে সৌদির জন্ম আর তার স্বামী জামাল সৌদি আরবের সমৃদ্ধশালী পরিবারের সদস্য। মাত্র ৬ বছর বয়সে সাসেক্স থেকে দুবাইয়ে পাড়ি জমান সৌদি। পরে দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে জামালের সঙ্গে পরিচয় হয় তার। এর আগে চারবার বিয়ে করেছিলেন সৌদি। বর্তমানে দুই বছরের বিবাহিত জীবন পার করছেন এই দম্পতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com