শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন

লিবিয়া উপকূলে ৫৭ অভিবাসন প্রত্যাশীর লাশ, বাংলাদেশিসহ জীবিত উদ্ধার ৮০

  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারানো ৫৭ অভিবাসন প্রত্যাশীর লাশ ভেসে এসেছে লিবিয়া উপকূলে। বাংলাদেশিসহ জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৮০ জনকে।

মঙ্গলবার (২৫ এপ্রিল)) রাতে দেশটির পশ্চিম উপকূলের বিভিন্ন শহর থেকে এসব অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়। শিশুসহ প্রাণ হারানোদের অধিকাংশই পাকিস্তান, সিরিয়া, তিউনিশিয়া ও মিশরের নাগরিক বলে জানায় কোস্ট গার্ড। স্থানীয় রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে এসব লাশ উদ্ধার হয়। শঙ্কা আছে আরও মৃতদেহ পাওয়ার।

এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজন বাংলাদেশিকে। বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা জানান, ডুবতে থাকা নৌকাটির নিয়ন্ত্রণে থাকা ব্যক্তির সাথে কথা কাটাকাটি হয় তাদের। থামানোর অনুরোধ করলেও তা উপেক্ষা করেই চালাতে থাকেন চালক।

আন্তর্জাতিক শরণার্থী সংস্থা- আইওএম জানিয়েছে, কেবল ২০২৩ সালেই উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যাওয়ার পথে নৌডুবিতে প্রাণ হারিয়েছেন ৪৪১ অভিবাসন প্রত্যাশী। সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com