বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

লাদাখের আকাশে ঢেউ তুলেছে আলোর রশ্মি, মনোরম দৃশ্যে মুগ্ধ সকলে, হঠাৎ কেন এমন দৃশ্য

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

রাতের আকাশে হঠাৎ করেই চোখ-ধাঁধানো আলোর ছটা। রংবেরঙের আলোর রশ্মি ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। আকাশ জুড়ে শুধুই আলোর রোশনাই। অরোরা বোরিয়ালিস! এতদিন যে দৃশ্য দেখা যেত উত্তর মেরু ও দক্ষিণ মেরুর আকাশে, এবার তা দেখা গেল ভারতের লাদাখেও!

জ্যোতির্বিজ্ঞানীদের বক্তব্য, ম্যাগনেটোস্ফিয়ারে সৌর বাতাসের সঙ্গে সংঘর্ষে মেরুজ্যোতি বা অরোরা বোরিয়ালিসের উদ্ভব। এই সংঘাতের ফলে ম্যাগনেটোস্ফেরিক প্লাজমায় ইলেকট্রন, প্রোটন ও অন্যান্য চার্জড পার্টিকেলের গতিপথ পাল্টে যায়। ফলে তারা এসে জমা হয় পৃথিবীর বায়ুমণ্ডলের অন্তর্গত থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে। এর ফলে মেরু অঞ্চলে রাতের আকাশ ভরে ওঠে রংবেরঙের আলোয়। তৈরি হয় অরোরা বোরিয়ালিস।

মেরু অঞ্চলের অতি পরিচিত দৃশ্য এবার ভারতের আকাশে দেখা দেওয়ায় স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় জ্যোতির্বিজ্ঞান মহলে। লাদাখের হানলেতে রয়েছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজার্ভেটরি। তাদের ৩৬০ ডিগ্রি ক্যামেরায় ধরা পড়ে ২২ ও ২৩ এপ্রিলে লাদাখের আকাশে আলোর খেলা।

আইএও কর্তৃপক্ষ জানান, তাদের ক্যামেরায় তোলা ছবি অনুযায়ী উপত্যকার আকাশ কমলা, সবুজ, সাদা ও হলুদ রঙের আলোয় ভরে ওঠে। তাদের মতে ভারতের আকাশে অরোরা বোরিয়ালিস যারা উপভোগ করেছেন তাদের কাছে এই অভিজ্ঞতা সারাজীবনের জন্য অত্যন্ত দুর্লভ সঞ্চয় হয়ে রইল।

২০১৫ সালের পর এই প্রথম এমন দৃশ্য দেখা গেল, জানিয়েছেন মহাকাশবিদরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com