শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

লাইলাতুল কদর উপলক্ষ্যে পবিত্র আল আকসায় লাখো মুসল্লির ঢল

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে নেমেছে মানুষের ঢল। সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে ইবাদত বন্দেগিতে শামিল হন লাখো মানুষ।

জর্ডান ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ওয়াক্ফ এর তথ্য অনুযায়ী, রাতে মসজিদটিতে লাইলাতুল কদর উপলক্ষ্যে নামাজ আদায় করেন ২ লাখ ৮০ হাজার মুসল্লি। যদিও ইসরায়েল পুলিশ বলছে, সংখ্যাটি ১ লাখ ৩০ হাজার। অবশ্য মসজিদের বাইরে সশস্ত্র অবস্থানে ছিল ইসরায়েলি বাহিনী। তবে সহিংসতার কোনো ঘটনা হয়নি।

রমজান মাসের শুরু থেকেই অস্থিতিশীল হয়ে ওঠে জেরুজালেমের পরিস্থিতি। জুম্মার নামাজ আদায়কারী মুসল্লিদের ওপর হামলার ঘটনাও হয়। হতাহতের শিকার অনেকে। তবে এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com