1. [email protected] : চলো যাই : cholojaai.net
লাইব্রেরিয়ান
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
Uncategorized

লাইব্রেরিয়ান

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মে, ২০২১
Attractive young woman wearing pink pale shirt with dots and fashionable glasses holding a stack of books in the library surrounded by bookshelves with colorful books.

একজন লাইব্রেরিয়ান লাইব্রেরির জন্য বইয়ের তালিকা তৈরি করা, বই সংগ্রহ, বিশেষ ক্রম অনুযায়ী সেগুলোকে সাজানো থেকে শুরু করে নতুন জার্নাল বা বই কেনা ও কর্মশালা পরিচালনা ইত্যাদি কাজ করে থাকেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সংস্থায় কাজের সুযোগ রয়েছে এ পেশায়।

এক নজরে একজন লাইব্রেরিয়ান

সাধারণ পদবী: লাইব্রেরিয়ান
বিভাগ: গবেষণাভিত্তিক পেশা
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি
পেশার ধরন: ফুল-টাইম
লেভেল: এন্ট্রি, মিড
এন্ট্রি লেভেলে অভিজ্ঞতা সীমা: ০ – ২ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳২০,০০০ – কাজ, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতাসাপেক্ষ
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স সীমা: ২৪ বছর – কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ
মূল স্কিল: তথ্য সংগ্রহের জ্ঞান, বিশ্লেষণী ক্ষমতাbr> বিশেষ স্কিল: যোগাযোগের দক্ষতা, সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে পারা

একজন লাইব্রেরিয়ান কোথায় কাজ করেন?

  • স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক বা গবেষণামূলক লাইব্রেরি
  • জাতীয় বা আন্তর্জাতিক আর্কাইভ
  • গবেষণা প্রতিষ্ঠান
  • জাদুঘর

একজন লাইব্রেরিয়ানের কাজ কী?

  • বই, জার্নাল ও গুরুত্বপূর্ণ দলিল সংগ্রহ ও সংরক্ষণ করা
  • ই-লাইব্রেরির জন্য অনলাইনে বই ও জার্নাল সংরক্ষণ করা
  • বইয়ের তালিকা বানানো
  • বইয়ের তালিকা হালনাগাদ করা
  • পাঠকের চাহিদা সম্পর্কে জানা ও প্রয়োজনীয় বই বা পত্রিকা সংগ্রহ করে দেয়া
  • লাইব্রেরির বই ও জার্নাল পাঠকরা কীভাবে ব্যবহার করছে, তার রেকর্ড রাখা
  • লাইব্রেরিতে গবেষণার পরিবেশ তৈরি করা
  • লাইব্রেরির জন্য বার্ষিক বাজেট বানানো
  • কর্মশালা আয়োজন করা

একজন লাইব্রেরিয়ানের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

শিক্ষাগত যোগ্যতাঃ একজন লাইব্রেরিয়ান হতে হলে আপনাকে অবশ্যই আগে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্টে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।

বয়সঃ প্রতিষ্ঠানসাপেক্ষে বয়সের সীমা নির্ধারিত হয়। সাধারণত আপনার বয়স কমপক্ষে ২৪ বছর হতে হবে।

অভিজ্ঞতাঃ এ পেশায় অভিজ্ঞদের প্রাধান্য রয়েছে। বিশেষ করে বড় প্রতিষ্ঠানের বেলায় ২-৩ বছরের অভিজ্ঞতা কাজে আসে।

একজন লাইব্রেরিয়ানের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

  • লাইব্রেরির বই, জার্নাল ও ডকুমেন্টকে সঠিক ক্যাটাগরিতে ভাগ করা
  • ক্যাটালগিং পদ্ধতিতে লাইব্রেরির বই, জার্নাল ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সাজানোর দক্ষতা
  • লাইব্রেরি ব্যবস্থাপনার কম্পিউটার অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারের দক্ষতা
  • রেফারেন্সের উপর পরিষ্কার ধারণা থাকা

কোথায় পড়বেন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট?

ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট চার বছর মেয়াদি অনার্স, এক বছর মেয়াদি মাস্টার্স ও তিন বছর মেয়াদি পিএইচডি ডিগ্রি দেয়া হয়।

আরো কিছু সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটে অনার্সসহ বিভিন্ন মেয়াদের ডিপ্লোমা ডিগ্রি ও সার্টিফিকেট কোর্সে সনদ দেয়া হয়। যেমনঃ

  • নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা
  • ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা
  • ইন্সটিটিউট ফর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (ILIS),নীলক্ষেত, ঢাকা
  • ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চিটাগং (USTC)

একজন লাইব্রেরিয়ানের মাসিক আয় কেমন?

প্রতিষ্ঠান ভেদে একজন লাইব্রেরিয়ানের মাসিক আয় ভিন্ন হয়ে থাকে। তবে সাধারণত লাইব্রেরি সহকারী হিসেবে মাসিক ২০,০০০ টাকায় নিয়োগ দেয়া হয়। অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতার সাথে সাথে আয় বেড়ে থাকে।

একজন লাইব্রেরিয়ানের ক্যারিয়ার কেমন হতে পারে?

যেহেতু আমাদের দেশে লাইব্রেরি ও গবেষণা প্রতিষ্ঠানের সংখ্যা এখনো কম, তাই লাইব্রেরিয়ানের সংখ্যাও অনেক সীমিত। সাধারণত সহকারী লাইব্রেরিয়ান হিসাবে আপনার ক্যারিয়ার শুরু হবে। ক্যারিয়ারের সর্বোচ্চ ধাপে একটি প্রতিষ্ঠানের প্রধান লাইব্রেরিয়ান হিসাবে নিয়োগ পেতে পারেন।

আধুনিক সময়ে লাইব্রেরির কার্যক্রমের পরিসর বেড়েছে। এ কাজ এখন শুধু কাগজের বইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। অনেক লাইব্রেরিই ডিজিলাটাইজড হয়ে যাচ্ছে। এদের ব্যবস্থাপনার জন্য দক্ষ লাইব্রেরিয়ান প্রয়োজন। জ্ঞানভিত্তিক কাজের পরিবেশ খুঁজে থাকলে লাইব্রেরি হতে পারে আপনার আদর্শ ক্যারিয়ার গড়ার জায়গা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com