রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ অপরাহ্ন

লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল ২৬-৩০ এপ্রিল

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

যুক্তরাজ্যের লন্ডনে আগামী ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল’-এর ষষ্ঠ আসর।

সোমবার ফিল্ম ফেস্টিভাল কর্তৃপক্ষ জানায়, এবারের আসরে বাংলাদেশ, ভারত ও বাইরে থেকে বাংলা ও হিন্দি ভাষার ৭টি ফিচার ফিল্ম এবং ৩টি শর্টফিল্ম প্রদর্শিত হবে।

মর্যাদাপূর্ণ বারবিকান সিনেমায় বাংলাদেশের জলাভূমি অঞ্চলে বসবাসকারী কৃষকদের জীবন-জীবিকা এবং সংগ্রামের ওপর মুহাম্মদ কাইয়ুম প্রযোজিত, রচিত ও পরিচালিত ফিচার ফিল্ম ‘দ্য গোল্ডেন উইংস অব ওয়াটারকক্স (কুড়া পক্ষীর শূন্যে উড়া)’ প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হবে এই ফিল্ম ফেস্টিভাল।

লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভালের প্রতিষ্ঠাতা ও সিইও এবং ব্রিটিশ-বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা মুনসুর আলী বলেন, ‘আমাদের লক্ষ্য অপ্রচলিত বাংলা চলচ্চিত্রগুলোকে মূলধারার দর্শকের পাশাপাশি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং বাংলার শৈল্পিক, ঐতিহাসিক ও আধুনিক সংস্কৃতি এবং বাঙালির অভিজ্ঞতা বড় পর্দায় নিয়ে আসা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com