যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং ডে শুরু হচ্ছে আগামী ৩ নভেম্বর রোববার। অধিকাংশ রাজ্যে এদিন ঘড়ির কাঁটা পিছিয়ে যাবে এক ঘণ্টা।
আইফোন বা অন্য স্মার্ট ফোন এবং কম্পিউটারে সময় বদলে যাবে স্বয়ংক্রিয়ভাবে। আগামী বছরের ৯ মার্চ রোববার থেকে আবার ডে-লাইট সেভিংস টাইম শুরু হবে। তখন আবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেয়া হবে।
ডে লাইট সেভিংসয়ের কারণে প্রতি বছর এই সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। ফলে নিউইয়র্কে যখন হবে রাত ১টা, বাংলাদেশে তখন দুপুর ১২টা বাজবে। এতে যুক্তরাষ্ট্রের অফিস-আদালত এক ঘণ্টা আগে শুরু হয়।
উল্লেখ্য, বহুল আলোচিত ‘সূর্যালোক সংরক্ষণ’ বা ডে লাইট সেভিং সিস্টেমের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রতি বছরই শীতকালে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছনের দিকে ফেরানো হয়। আবার গ্রীষ্মের শুরুতে এই সময়সীমা এক ঘণ্টা এগিয়ে এনে মেলানো হয় স্বাভাবিক সময়সূচির সঙ্গে। যুক্তরাষ্ট্রের সর্বত্রই এ পদ্ধতি মেনে চলা হলেও অ্যারিজোনা রাজ্য এবং হাওয়াই দ্বীপপুঞ্জ এ পদ্ধতির অনুসরণ করা হয় না।
‘ডে-লাইট সেভিংস টাইম’ পদ্ধতি যুক্তরাষ্ট্রে প্রথম বলবৎ হয় প্রথম বিশ্বযুুদ্ধ চলাকালীন। সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয় করার জার্মান উদ্যোগের দেখাদেখি যুক্তরাষ্ট্রেও এটি চালু করেন তৎকালীন কর্তাব্যক্তিরা। তবে শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বের আরো অনেক দেশেই সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগানোর জন্য একই পদ্ধতি কার্যকর আছে বিভিন্ন নামে। ইউরোপে অবশ্য এ পদ্ধতিকে অভিহিত করা হয় ‘সামার টাইম’ নামে।