সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

রেইন ট্রি হোটেল

  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

ধরন : তিন তারকা হোটেল

স্থান : প্লট #৪৯, রোড#২৭, ব্লক# কে বনানী, গুলশান, ঢাকা-১২১৩

বিমানবন্দর থেকে ৯ কিলোমিটার দূরে, আশেপাশে এপার্ট্মেন্ট আর বনানী লেকের ২ টি ব্লক দিয়ে ঘেরা এই রেইনট্রি হোটেল। কাছাকাছি আছে বিভিন্ন দেশের দূতাবাস এবং অনেক আন্তর্জাতিক রেস্টুরেন্ট ও শপিং মল। হোটেলে আছে রুফটপ সুইমিংপুল, রেস্টুরেন্ট, রুম সার্ভিস আরো অনেক সুযোগ-সুবিধা। হোটেলের রুমে আছে অভ্যন্তরীণ বেশকিছু সুবিধা। সার্বক্ষণিক সেবা দিতে হোটেল কর্তৃপক্ষ ও স্টাফরা সর্বদা দায়িত্বরত আছেন। হোটেলের সুযোগ-সুবিধা ও সেবা সমূহ তুলে ধরা হলো :

রেইনট্রি সেবা সমূহ :

  • ফ্রি ওয়াইফাই
  • ফ্রি পার্কিং
  • সুইমিংপুল
  • ফিটনেস সেন্টার
  • সান টেরেস
  • টেরেস
  • স্ন্যাকস বার
  • স্পেশাল ডায়েট মেন্যু
  • কিড মিলস
  • প্যাকড লাঞ্চ
  • রুম ব্রেকফাস্ট
  • চকলেট/কুকিজ, ফল
  • রেস্টুরেন্ট
  • প্রতিদিন হাউসকিপিং
  • জুতা পালিশ
  • লন্ড্রি, ইস্ত্রি, ড্রাই ক্লিনিং
  • ফ্যাক্স, ফটোকপি
  • বিজনেস সেন্টার
  • মিটিং, ব্যাঙ্গকুইট হল
  • নন-স্মোকিং রুম
  • নন-স্মোকিং থ্রো আউট
  • ২৪ ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস
  • সিসি টিভির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা
  • স্মোক এলার্ম
  • সিকিউরিটি এলার্ম
  • অগ্নি নির্বাপক যন্ত্র
  • এক্সপ্রেস চেক ইন/চেক আউট
  • প্রাইভেট চেক ইন/ চেক আউট
  • কারেন্সি এক্সচেঞ্জ
  • সেফটি ডিপোসিট বক্স
  • ধূমপানের জন্য ডিজাইনড এরিয়া
  • লিফট
  • গাড়ি ভাড়া নেয়ার ব্যবস্থা
  • শীতাতপ নিয়ন্ত্রিত
  • লকার
  • লাগেজ স্টোরেজ
  • পত্রিকা
  • হুইলচেয়ারের মাধ্যমে প্রবেশকরার ব্যবস্থা

হোটেলের স্বাস্থ্যবিধী  সুরক্ষা ব্যবস্থা :

  • ফার্স্ট এইড কিট, থার্মোমিটার আছে।
  • ফেইস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার ব্যবস্থা আছে।
  • হেলথ কেয়ার প্রফেশনাল এর মাধ্যমে স্বাস্থ্য উপদেশ নেয়ার ব্যবস্থা।
  • প্রিন্টেড মেন্যু, পেন পেপার রিমুভড এর স্টেশনারি দেয়া আছে।
  • হোটেলের স্টাফরা সকল সুরক্ষা প্রোটকল মেনে চলে।

শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা :

  • অনগদ লেনদেনের ব্যবস্থা আছে।
  • সাক্ষাত বিহীন চেক ইন/ চেক আউটের ব্যবস্থা আছে।
  • হোটেলের স্টাফরাও যথাযথ শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম মেনে চলে।

বাংলার পাশাপাশি ব্যবহৃত ভাষা :

  • ইংরেজি
  • হিন্দি

হোটেল কতৃপক্ষের কিছু নির্দেশনা :

  • পোষ্য প্রানী গ্রহণযোগ্য নয়।
  • চেক ইনের নূন্যতম বয়স সীমা নেই। সব বয়সের ব্যাক্তি চেক ইনের সুযগ পাবে।
  • ১২ বছর থেকে ব্যক্তিকে হোটেলের সীমানার ভিতরে প্রাপ্তবয়স্ক হিসেবে গন্য করা হবে।

ডাইনিং :

  • আইওলি রেস্টুরেন্ট

কুইজিন :আমেরিকান, ব্রিটিশ, চাইনিজ, ইন্ডিয়ান, ইটালিয়ান, মেক্সিকান, থাই, ইউরোপিয়ান, আন্তর্জাতিক, স্থানীয়, সিফুড, পিজ্জা, গ্রিল/বারবিকিউ

পরিবেশন পদ্ধতি : বুফে, আ লা কার্তে(খাদ্য তাকিলা অনুসারে)

রুমের ধরন :

  • ডিলাক্স ডাবল রুম
  • ডিলাক্স টুইন
  • এক্সিকিউটিভ ডাবল রুম
  • সুপিরিয়র ডাবল রুম
  • কিং স্যুইট

রুমের মূল্যমান যাচাই  অনলাইন বুকিং :https://www.raintreebd.com/ https://www.booking.com/hotel/bd/the-raintree-dhaka.html

https://www.tripadvisor.com/Hotel_Review-g293936-d12190172-Reviews-The_Raintree_Dhaka-Dhaka_City_Dhaka_Division.html

https://www.agoda.com/the-raintree-dhaka/hotel/dhaka-bd.html

https://www.hotels.com/ho669227/the-raintree-dhaka-dhaka-bangladesh/

https://www.travelocity.com/Dhaka-Hotels-The-Raintree-Dhaka.h17459214.Hotel-Information

কিভাবে যাবেন :

হোটেলের আছে পরিবহন ব্যবস্থা ও গাড়ি ভাড়া নেয়ার ব্যবস্থা। তাই হোটেল কতৃপক্ষের সাথে যোগাযোগ করে  এই সুবিধাটি নেয়া যেতে পারে। পার্কিং এর ব্যবস্থাও আছে, তাই নিজস্ব পরিবহন ব্যবহার করা থাকতে পারে আপনার পছন্দের তালিকায়। আছে রাইড শেয়ারিং এর ব্যবস্থা, চাইলে এই সুবিধাও নেয়া যেতে পারে।

যোগাযোগ :

মোবাইল : +৮৮০১৯৫১-১৭৭৫১৫

ইমেইল : [email protected]

ওয়েবসাইট : https://www.raintreebd.com/

ফেইসবুক : https://www.facebook.com/theraintreebd/

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com