কোন প্রতিষ্ঠানে প্রবেশ বা পরিদর্শনকালে অভ্যর্থনা জানানোর দায়িত্বে থাকেন একজন রিসেপশনিস্ট বা ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ। প্রায় সব প্রতিষ্ঠানে এ পদে কাজ করার সুযোগ রয়েছে।
সাধারণ পদবী: রিসেপশনিস্ট, ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ
বিভাগ: অফিস সাপোর্ট
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, পার্ট-টাইম
লেভেল: এন্ট্রি
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: ০ – ৩ বছর
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳১০,০০০ – ৳১৫,০০০
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: প্রতিষ্ঠানসাপেক্ষ
মূল স্কিল: যোগাযোগের দক্ষতা, ধৈর্য, মানসিক চাপ সামলানোর ক্ষমতা
বিশেষ স্কিল: সহযোগিতার সম্পর্ক তৈরি করতে পারা
শিক্ষাগত যোগ্যতাঃ সাধারণত যেকোন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি দরকার হয়। তবে কিছু ক্ষেত্রে এইচএসসি পাশ হলেই আবেদন করা যায়।
অভিজ্ঞতাঃ সাধারণত ১-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হয়। কিছুক্ষেত্রে অভিজ্ঞতা ছাড়াও নিয়োগ দেয়া হয়।
বয়সঃ সাধারণত ২২ – ৪০ বছর। তবে বিষয়টি প্রতিষ্ঠানসাপেক্ষ।
বিশেষ শর্তঃ অনেক সময় নিয়োগের ক্ষেত্রে নারী অথবা পুরুষের কথা আলাদাভাবে উল্লেখ করা থাকতে পারে।
এ পেশায় মাসিক আয় সাধারণত কাজ, অভিজ্ঞতা ও প্রতিষ্ঠানসাপেক্ষ। তবে গড় হিসাবে যে কোন প্রতিষ্ঠানে একজন রিসেপশনিস্টকে ৳৭,০০০ – ৳১৫,০০০ মাসিক সম্মানী দেওয়া হয়।
সম্পূর্ণরূপে এন্ট্রি লেভেলের পেশা হওয়ায় ক্যারিয়ারের নির্দিষ্ট কোন ধাপ নেই। তবে ডকুমেন্টেশনের দক্ষতা ও ব্যবসায়িক ধারণা থাকলে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ব্যক্তিগত সহকারী হিসাবে পদোন্নতি পেতে পারেন। কিছু ক্ষেত্রে মার্কেটিং বা সেলস বিভাগেও কাজ করার সুযোগ পাবেন।