1. [email protected] : চলো যাই : cholojaai.net
রাশিয়ার নিখোঁজ বিমানের কেউ বেঁচে নেই
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
Uncategorized

রাশিয়ার নিখোঁজ বিমানের কেউ বেঁচে নেই

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

রাশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ওখোতস্ক সাগর ও উপত্যকার কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, বিমানের কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। খারাপ আবহাওয়ার কারণে সেখানে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। হেলিকপ্টারের সাহায্যে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।

এর আগে রাশিয়ার দূর প্রাচ্য অঞ্চলে ২৯ আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়। বিমানটি কামচাটকা উপদ্বীপের প্রধান শহর পেদ্রাপাভলোভস্ক-কামচাটস্কি থেকে উপদ্বীপের পালানা শহরে যাচ্ছিল। পথে তা নিখোঁজ হয়। উড়োজাহাজটি নির্ধারিত সময়ে অবতরণ করেনি।

স্থানীয় একটি এভিয়েশন কোম্পানি বিমানটি পরিচালনা করে আসছিল। উড়োজাহাজটিতে থাকা যাত্রীদের মধ্যে শিশুও আছে বলে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো বলছে।

রাশিয়ান আরটি সংবাদমাধ্যম জানায়, বিমানটি অ্যান্টোনভ এএন-২৬ মডেলের। কামচাটকা উপত্যকার ওপর দিয়ে উড্ডয়নের সময় এয়ার ট্রাফ্রিক কন্ট্রোলারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় ট্রান্সপোর্ট প্রসিকিউটর অফিসের মুখপাত্র ভ্যালেন্টিনা গ্লাজোভা বলেন, যাত্রীবাহী এন-২৬ উড়োজাহাজটি কামচাটকা উপদ্বীপে নিখোঁজ হয়েছে। উড়োজাহাজটিতে মোট ২৯ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৩ জন যাত্রী। আর ৬ জন ক্রু।

কামচাটকার প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, খারাপ আবহাওয়া, যন্ত্র বিকল হয়ে যাওয়া অথবা পাইলটের ভুলের কারণে দুর্ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com