শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
Uncategorized

রহস্যময় ধুপপানি ঝরনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

সাদা পানির ঝরনা। ২ কিলোমিটার দূর থেকে ঝরনার ঝিরঝির শব্দ শুনতে পাওয়া যায়। ঝরনার আশেপাশের এলাকা এতোটাই শান্ত যে, পাখিরাও বোধ হয় ডাকতে ভয় পায়! নির্জন ও কোলাহলহীন এ ঝরনায় ঘুরতে গেলেও আপনি জোরে কথা বলতে পারবেন না। তাহলেই জেগে যাবেন ধ্যানরত সাধু!

চুপ থাকার শর্তেই কেবল আপনি অনিন্দ্যসুন্দর এ ঝরনার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বলছি, ধুপপানি ঝরনার কথা। রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ওড়াছড়ি নামক স্থানে অবস্থিত এ ঝরনা।

jagonews24

স্থানীয় শব্দে ধুপ অর্থ সাদা আর পানি যুক্ত করে এটিকে সাদা পানির ঝর্ণাও বলা হয়। এ ঝরনাটি যুগ যুগ ধরে মানুষের অগোচরেই ছিল। ২০০০ সালের দিকে এক বৌদ্ধ সন্ন্যাসী গভীর অরণ্যে ধুপপানি ঝরনার নিচে ধ্যান শুরু করেন। পরে স্থানীয়রা বেশ কৌতূহলী হয়ে ওঠেন সন্ন্যাসীর বিষয়ে। তখনই ঝরনাটি সবার নজর কাড়ে।

এরপর থেকেই স্থানটি দর্শনীয় হয়ে ওঠে। একজন দু’জন করে বর্তমানে এটি ভ্রমণপিপাসুদের আগ্রহের একটি স্থানে পরিণত হয়েছে। তবে এ ঝরনায় যেতে হলে মানতে হবে ওই একটি শর্তই। সেখানে অতিরিক্ত শব্দ না করার শর্তে স্থানটিতে প্রবেশের অনুমতি দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com