বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন

রমজান উপলক্ষে আমিরাতে হাজার হাজার পণ্যে ৫০% ছাড়

  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৩ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ উপলক্ষ্যে এরইমধ্যে দেশটিতে হাজার হাজার পণ্যে ৫০ শতাংশ ছাড়ের অফার শুরু হয়ে গেছে। খবর খালিজ টাইমস।

আরব আমিরাতের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ২৩ মার্চ রমজান শুরু হতে পারে এবং এ হিসেবে পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে ২১ এপ্রিল। আরব দেশগুলো গত কয়েক বছর ধরে প্রযুক্তির সাহায্যে আগে থেকেই আরবি মাসগুলো নির্ধারণের চেষ্টা করছে।

রমজান মাসের আগমনকে কেন্দ্র করে সেখানে ছাড়ের মেলা লেগে গেছে। কোনো কোনো প্রতিষ্ঠান গত ২১ ফেব্রুয়ারি থেকেই ছাড়কৃত মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে। আবার কোনো কোনো কোম্পানি রমজান শুরুর ১৫ দিন আগে থেকে অফারমূল্যে পণ্য বিক্রি শুরু করবে। পুরো রমজানজুড়ে থাকবে তাদের ছাড়ের সুযোগ।

মধ্যপ্রাচ্যের ব্যবসায়ী মাজিদ আল ফুত্তাইম মালিকানাধীন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কেয়ারফোর সুপারমার্কেট তাদের ছয় হাজারের বেশি পণ্যের ওপর ৫০ শতাংশ দিচ্ছে। একই সঙ্গে রমজান মাসের চাহিদা পূরণ করতে অন্য সময়ের তুলনায় যোগান ১৫ শতাংশ বাড়িয়ে দেওয়া হবে। স্থানীয় পণ্য, আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যসহ নিজস্ব পণ্যে এসব ছাড় দেবে। এছাড়া টাটকা শাকসবজি ও ফলমূলেও ৩০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা।

কেয়ারফোর সুপারমার্কেট রমজানে এমিরেটস রেড ক্রিসেন্টের সঙ্গে মিলে রমজান বক্স নামে বিশেষ বক্স বিনামূল্যে বিতরণেরও উদ্যোগ নিচ্ছে।

আরেকটি চেইন শপ আল আদিল ট্রেডিং চার শতাধিক পণ্যে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে। রমজানে প্রয়োজনীয় পণ্যের ওপরই বেশিরভাগ্য ছাড় প্রযোজ্য হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. ধনঞ্জয় দাতার।

তিনি বলেন, আমাদের এ ডিসকাউন্ট ৪৫ দিন ধরে চলবে। রমজান শুরুর ১৫ দিন আগে শুরু হয়ে তা চলবে রমজানের কয়েক দিন পর পর্যন্ত।

এদিকে আল মায়া সুপারমার্কেট পানীয়, হিমায়িত খাবার, তাজা পণ্য ও অন্যান্য মুদি পণ্যসহ ৪৮০টিরও বেশি আইটেমের ওপর ৪৫ দিনের ছাড়ের ঘোষণা দিয়েছে। আল মায়া গ্রুপের ডিরেক্টর কামাল ভাচানি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের ৫০টিরও বেশি সুপারমার্কেটে ৪৫ দিন ধরে তাদের এ অফার চলমান থাকবে। তারা আগামী ১ মার্চ থেকে পানীয়, হিমায়িত খাবার, তাজা পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় এসব অফার চালু থাকবে।

জানা গেছে, বড় বড় সুপারমার্কেটগুলোর পাশাপাশি ছোট ছোট প্রতিষ্ঠানগুলোও রমজান উপলক্ষ্যে বিশেষ ছাড়ের অফার ঘোষণা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com