বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

রমজানে ‘গান বাজানোয়’ আফগানিস্তানে নারী পরিচালিত রেডিও বন্ধ করলো তালেবান

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

পবিত্র রমজান মাসে গান সম্প্রচার করায় আফগানিস্তানের একটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে ক্ষমতাসীন তালিবান গোষ্ঠী। নারীদের পরিচালনা করা একটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে তালেবান। পবিত্র রমজানে গান বাজানোর অভিযোগে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। খবর আল জাজিরা।

তালেবানের এ কাজকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন রেডিও পরিচালনাকারী কর্তৃপক্ষ। যদিও রেডিও স্টেশনটির প্রধান নাজিয়া সোরোশ বলেন, আমরা কোনো গান বাজাইনি।

‘সাদাই বানোয়ান’। দারি ভাষায় এই শব্দের অর্থ, মহিলাদের কণ্ঠস্বর। আফগানিস্তানের একমাত্র নারী পরিচালিত রেডিও স্টেশন ছিল এটি। বছর দশেক আগে তাদের পথচলা শুরু হয়। ৮ জন কর্মী কাজ করতেন। তাদের মধ্যে ৬ জনই নারী।

বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোয়েজুদ্দিন আহমাদি জানিয়েছেন, রমজান মাসে বহু বার সংগীত সম্প্রচার করে রেডিও স্টেশনটি আইন ভেঙেছে। ভবিষ্যতে আইন মানার প্রতিশ্রুতি দিলে তাদের ফের কাজ করতে দেওয়া হবে।

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তান দখল করে নেওয়ার পর অনেক সাংবাদিক তাদের চাকরি হারান। এছাড়া অর্থের অভাবে অনেকে মিডিয়া বন্ধ হয়ে গেছে। এছাড়া তালেবানের ভয়ে অনেক সাংবাদিক আফগানিস্তান ছেড়ে অন্যত্র চলে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com