1. [email protected] : চলো যাই : cholojaai.net
যে দেশগুলোতে শিক্ষার্থীদের কম খরচে পড়ার সুযোগ
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

যে দেশগুলোতে শিক্ষার্থীদের কম খরচে পড়ার সুযোগ

  • আপডেট সময় রবিবার, ৪ আগস্ট, ২০২৪

উচ্চ মাধ্যমিকের পর সবারই স্বপ্ন থাকে উন্নত দেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করার। আর সেটা যদি হয় কম খরচে। বর্তমানে প্রতিবছর অধিকাংশ শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাচ্ছে বিদেশে। ইউরোপ, মধ্য-এশিয়া, আমেরিকার বিভিন্ন দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোয় কম খরচে অধ্যয়নের সুযোগ করে দিচ্ছে। তবে যে দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে যেতে চান সে দেশ ও বিশ^বিদ্যালয় সম্পর্কে জেনে রাখাটা জরুরি। যেমন টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়, ভবিষ্যতে চাকরি পাওয়ার বিষয়টি। আজকের আয়োজনে থাকছে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় কম খরচে পড়ার এমন কিছু দেশ।

জার্মানি

শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বর্তমানে শীর্ষ পছন্দের দেশ জার্মানি। তবে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই কোনো টিউশন ফি। প্রতিষ্ঠান রাষ্ট্রের অর্থায়নে পরিচালিত হয়। স্নাতক প্রোগ্রাম ও বেশিরভাগ স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য সাধারণত ফি না থাকলেও কিছু স্নাতকোত্তর প্রোগ্রামে টিউশন ফি রয়েছে। খরচ বলতে আছে সেমিস্টার কন্ট্রিবিউশন ফি, যার সঙ্গে টিউশন ফি। তবে জার্মানিতে স্কলারশিপ পাওয়ার জন্য শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে অথবা জার্মানি ভাষা জানতে হবে।

যাওয়ার আগে অবশ্যই স্কলারশিপের অধীনে কী কী সুবিধা উপভোগ করতে পারবেন তা দেখে যাবেন।

উচ্চশিক্ষার আনুমানিক খরচ

ষ ব্যাংক সলভেন্সি : ১২ লাখ টাকা দেখাতে হয়। পরে ৯০ হাজার করে প্রতি মাসে তুলতে পারবেন।

ষ পড়াশোনা : প্রতি সেমিস্টারে সেমিস্টার কন্ট্রিবিউশন ১০ থেকে ৩০ হাজারের মতো টাকা লাগে। আর এই টাকার কারণে আপনার পরিবহন টিকিট ফ্রি। বাকি পড়াশোনার খরচ ফ্রি।

ষ বাসস্থান ও আনুষঙ্গিক : ২০ হাজার থেকে ৪০ হাজার পর্যন্ত খরচ প্রতি মাসে। তবে খরচের কম-বেশি হবে আপনার জীবনযাত্রার মানের উপরে। আর স্বাস্থ্যবীমার জন্য ১০ হাজার টাকা দিতে হয়।

স্পেন

ইউরোপ সব সময়ই পছন্দের গন্তব্য হলেও উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে একটু বেশি জনপ্রিয়। দেশ থেকে প্রতিবছর উচ্চশিক্ষার জন্য অসংখ্য শিক্ষার্থী ইউরোপের বিভিন্ন দেশে পড়তে যাচ্ছেন। তার মধ্যে স্পেন অন্যতম। স্পেন এমন একটি দেশ, যে দেশে খুব স্বল্প খরচে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। এখানে জীবনযাত্রা নির্বাহে খুব বেশি টাকা লাগে না বিধায় আপনি সহজে উচ্চশিক্ষা গ্রহণে বেছে নিতে পারেন এই দেশকে।

উচ্চশিক্ষার আনুমানিক খরচ

ষ পড়াশোনা : পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরের খরচ ৬ লাখ থেকে ১৩ লাখ টাকা পর্যন্ত। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরের খরচ ৫ লাখ থেকে ১৮ লাখ টাকা পর্যন্ত।

ষ বাসস্থান ও আনুষঙ্গিক : ৪০ থেকে ৫০ হাজার টাকা। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকলে আরও কম হবে।

বেলজিয়াম

আন্তর্জাতিকভাবে স্বীকৃত বেলজিয়ামের শিক্ষার মান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ডিগ্রি। অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি, পদার্থ, পলিটিক্যাল সায়েন্স, প্রকৌশল, আইটি, স্বাস্থ্য ও ব্যবসায় শিক্ষা পড়ার জন্য ভালো দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। বেলজিয়ামে অনেক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাংকিংও ভালো। বেলজিয়ামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাধারণত ডাচ ভাষায় পড়াশোনা করানো হয়। অল্প কিছু প্রতিষ্ঠানে ইংরেজিতে পড়াশোনা করা যায়। তাই বেলজিয়ামে উচ্চশিক্ষায় আগ্রহী হলে ডাচ ভাষার ওপর ভালো দক্ষতা অর্জন করতে হবে আগ্রহী শিক্ষার্থীদের। ইংরেজি মাধ্যমে ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ভেদে আইইএলটিএস স্কোর ৬ দশমিক ৫ থেকে ৭ থাকতে হয়। স্বল্প খরচে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বিদ্যমান থাকায় আপনি সহজে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেতে পারেন এই দেশে।

উচ্চশিক্ষার আনুমানিক খরচ

ষ ব্যাংক সলভেন্সি : ৯ লাখ ২০ হাজার টাকা।

ষ পড়াশোনা : বছরে ৯০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত।

ষ বাসস্থান ও আনুষঙ্গিক : ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত।

চেক রিপাবলিক

ইউরোপের অন্যতম রাষ্ট্র চেক প্রজাতন্ত্র। ঐতিহাসিক বোহেমিয়া অঞ্চল, মোরাভিয়া অঞ্চল ও সাইলেসিয়া অঞ্চলের অংশবিশেষ নিয়ে গঠিত দেশটি। চেক প্রজাতন্ত্রে জীবনযাত্রার খরচ ও টিউশন ফি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছু কম। শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান এবং উচ্চতর একাডেমিক মানের কারণে শিক্ষার্থীরা এই দেশটিতে পাড়ি জমায় উচ্চশিক্ষার জন্য। বর্তমানে এ দেশের বিশ্ববিদ্যালয়সমূহে প্রায় ৪৪ হাজার বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। আমাদের দেশের অনেক শিক্ষার্থী বর্তমান চেক প্রজাতন্ত্রে উচ্চশিক্ষার জন্য আগ্রহী হয়ে উঠছেন। এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে চেক এবং ইংলিশ দুই মিডিয়ামে ব্যাচেলর, মাস্টার এবং পিএইচডি প্রোগ্রাম চালু আছে। তবে এই দেশের ভাষা জানলে খুব সহজেই বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পাবেন। তাই ভাষা জানা অত্যধিক গুরুত্বপূর্ণ।

উচ্চশিক্ষার আনুমানিক খরচ

ষ ব্যাংক সলভেন্সি : ৭ লাখ টাকা।

ষ পড়াশোনা : প্রতি বছর ২ থেকে ৩ লাখ টাকা।

ষ বাসস্থান ও আনুষঙ্গিক : ১২ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে খরচ। তবে, প্রথম ৬ মাসের আবাসন ব্যবস্থা বাংলাদেশে থাকা অবস্থায় ঠিক করে যেতে হবে।

মালয়েশিয়া

এশিয়ার অন্যতম দেশ মালয়েশিয়া। দেশটির সামাজিক, অর্থনৈতিক কাঠামো দৃঢ় এবং উন্নত। তবে এই দেশ সবার কাছে পরিচিত এর উন্নত শিক্ষাব্যবস্থার জন্য। বাংলাদেশের মধ্যে যারা অল্প খরচে বিদেশে উচ্চশিক্ষার কথা চিন্তা করে, প্রথমেই মালয়েশিয়ার নাম চলে আসে। তাদের আছে ডিপ্লোমা, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং ডক্টরাল ডিগ্রি। তবে ‘আইইএলটিএস’ থাকলে আপনি অনেক ছাড় পাবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে।

উচ্চশিক্ষার আনুমানিক খরচ

ষ ব্যাংক সলভেন্সি : ১ বছরে টিউশন ফিসহ থাকা-খাওয়ার খরচ পরিমাণ টাকা রাখতে হবে।

ষ পড়াশোনা : টিউশন ফি ১ লাখ থেকে ৬ লাখ টাকা। ইন্স্যুরেন্স ফি ১২ হাজার টাকা। মেডিক্যাল ফি ৬ হাজার টাকা।

ষ বাসস্থান ও আনুষঙ্গিক : ১০ হাজার থেকে ১২ হাজার টাকা।

ফ্রান্স

পশ্চিম ইউরোপের শিল্প-সাহিত্য-ঐতিহ্যসমৃদ্ধ এবং বিশ্বের সবচেয়ে পুরনো জাতি-রাষ্ট্রের একটি হলো ফ্রান্স। ফ্রান্সের বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতির পাশাপাশি শিক্ষাব্যবস্থাও অন্যান্য দেশের তুলনায় অনেক সমৃদ্ধ। উন্নত জীবনযাত্রা, শক্তিশালী অর্থনীতি ও মানসম্মত সময়োপযোগী শিক্ষার পরিবেশ থাকায় উচ্চশিক্ষা লাভের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে ইউরোপের এই দেশ। বিশ্বের অন্যান্য দেশের মতো ফ্রান্সে বাইরের দেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে। তাই প্রতি বছর প্রচুর বিদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণে পাড়ি জমাচ্ছে ফ্রান্সে।

সেখানে আপনি কম খরচে উচ্চশিক্ষা গ্রহণের সুবিধা পাবেন। তবে আপনি ফ্রান্সের ভাষা শিখে গেলে স্থানীয় ভাষায় কোর্স করার সুবিধা পাবেন। ক্রমেই ফ্রান্স ইংরেজি ভাষায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পাচ্ছে।

উচ্চশিক্ষার আনুমানিক খরচ

ষ ব্যাংক সলভেন্সি : ১০ থেকে ১৫ লাখ টাকা।

ষ পড়াশোনা : স্নাতক কোর্সে প্রতি বছর ৩ লাখ টাকা। স্নাতকোত্তর কোর্সে প্রতিবছর খরচ হবে ৪ লাখ টাকা। খরচ বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে।

ষ বাসস্থান ও আনুষঙ্গিক : ৪০ থেকে ৫০ হাজার টাকা। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকলে আরও কম হবে।

চীন

চীন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় আরেক গন্তব্য। চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে সহজে ভর্তি, আকর্ষণীয় বৃত্তি এবং শিক্ষা শেষে চাকরির সুযোগÑ এসব কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকেই এখন চীন যেতে উৎসুক। সুযোগ-সুবিধাসম্পন্ন চীনের স্কলারশিপ পেতে হলে আপনাকে অবশ্যই চাইনিজ ভাষা জানতে হবে। বাংলাদেশে অনেক স্থানে যেমনÑ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ল্যাংগুয়েজ ক্লাবে, ব্র্যাক ইউনিভার্সিটির অধীনে আপনি কম খরচে চাইনিজ ভাষা শিখে নিজের উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন।

উচ্চশিক্ষার আনুমানিক খরচ

ষ পড়াশোনা : যদি ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন তাহলে বছরে ২-৩ লাখ টাকা টিউশন ফি। আর যদি মেডিক্যালে পড়েন সেক্ষেত্রে ৩ থেকে ৬ লাখ টাকা।

ষ বাসস্থান ও আনুষঙ্গিক : বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকলে বছরে দিতে হবে ৩০ হাজার থেকে ৮০ হাজার টাকা। আর হোস্টেলের বাইরে নিজে রান্না করে খেলে এবং ভাড়া নিয়ে থাকলে খরচ হবে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকার মতো। মাসে মাত্র ১৩০০ টাকায় স্টুডেন্ট পাস দিয়ে পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করতে পারবেন।

লিখেছেন শাহিন আলম শাওন

সূত্র : উচ্চশিক্ষার আনুমানিক খরচগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com