রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

যে কোন দেশ যে কাউকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করতেই পারে

  • আপডেট সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

শেখ হাসিনাকে ট্রাভেল কার্ড দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ট্রাভেল ডকুমেন্ট যে কোন দেশ যে কাউকে ইস্যু করতে পারে। সেটা আমার ঠেকানোর উপায় নেই।

তিনি আরও বলেন, তবে কোন মামলা কোর্ট থেকে যদি বলা হয় তাকে হাজির করতে হবে। তখন আমরা তাকে হাজির করার ব্যবস্থা করব। ভারতের সঙ্গে আমাদের কিছুটা অস্বস্তি ছিল। আমরা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব। সেটা ভারতের জন্যও প্রয়োজন। আমাদের জন্যও প্রয়োজন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার সম্প্রীতিতে বিশ্বাসী। কোন রকমের বাধা বিপত্তি ছাড়াই যেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা পালন করতে পারে সে ব্যাপারে বর্তমান সরকার চেষ্টা করছে। কোথাও কোথাও দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেগুলো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে আইনের মুখোমুখি করা হয়েছে। তবে সার্বিকভাবে ভালো ভাবে পূজা সম্পন্ন হয়েছে। পূজার আরও একদিন রয়েছে। সেই সময়টা যেন ভালো ভাবে কাটাতে পারি সেজন্য সবাইকে সাবধান এবং লক্ষ রাখার আহবান জানান।

শনিবার বিকেলে নরসিংদীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

নরসিংদীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন কালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ছিলেন- নরসিংদী জেলা প্রশাসক মো. রাশেদ চৌধুরী, ২৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ হুমায়ন রশিদ সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com