লেবাননে পেজার ও ওয়াকিটকিতে ধারাবাহিক বিস্ফোরণ ঘটিয়ে এক বিস্ময়কর ঘটনারই জন্ম দিয়েছে ইসরায়েল। এই ঘটনার পরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইটে যাত্রীদের পেজার (তারহীন যোগাযোগের যন্ত্র) ও ওয়াকিটকি বহনে নিষেধাজ্ঞা দিয়েছে।
আজ শুক্রবার এয়ারলাইন্সটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, দুবাই থেকে, দুবাইয়ের উদ্দেশে কিংবা দুবাই হয়ে ভ্রমণকারী যাত্রীদের চেক ব্যাগেজ (প্লেনের কার্গো হোল্ডে রাখা ব্যাগ) কিংবা কেবিন ব্যাগেজে (কেবিনে যাত্রীর নিজের কাছে রাখা ব্যাগ) পেজার ও ওয়াকি-টকি বহন করা থেকে বিরত থাকতে বলা হলো।
নিষেধাজ্ঞা থাকা বস্তু পাওয়া গেলে নিরাপত্তাজনিত কারণে দুবাই পুলিশ সেটি জব্দ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ এই এয়ারলাইন্সটি এও জানিয়েছে যে আগামী মঙ্গলবার পর্যন্ত ইরাক ও ইরানের ফ্লাইটগুলো বন্ধ থাকবে। আর হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় লেবাননের ফ্লাইট আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।