পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম পিরাডিমের তৈরি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। পাঁচ হাজার বছর পূর্বে কিভাবে এই বিশাল পিরামিড তৈরি করা হয়েছে, তা এখনো জানেন না মানবজাতি। বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন এর নির্মাণকৌশল সম্পর্কে জানতে।
অনেকে বলে থাকেন, এলিয়েনরা এসে এই বিশাল দালান বানিয়েছে। কারণ ৫ হাজার বছর পূর্বে এটি বানানোর কোনো প্রযুক্তি থাকার কথা নয়।
নতুন এক গবেষণায় জানা গেছে, মিসরের সবচেয়ে পুরাতন পিরামিডটি এমন একটি যন্ত্রের সাহায্যে তৈরি হয়েছে যা আগে ধারণায় ছিল না। এই যন্ত্র অত্যন্ত আধুনিক এবং পানির মাধ্যমে পরিচালিত হতো।
অনলাইন জার্নাল প্লস ওয়ানে প্রকাশিত ওই গবেষণা প্রবন্ধে বলা হয়, কীভাবে সাকারার বিখ্যাত স্টেপ পিরামিড তৈরি করা হয়েছে। এটি ১৩ হাজার ১৮৯ বর্গমিটারজুড়ে বিস্তৃতি ও ৬২ দশমিক ৫ মিটার উঁচু।
আগে বিশেষজ্ঞদের ধারণা ছিল, বড় পাথরখণ্ডগুলো একটার সঙ্গে যুক্ত আরেকটা র্যাম্পের সাহায্যে লিভারের মাধ্যমে তোলা হতো। নতুন গবেষণায় বলা হয়েছ, হাইড্রোলিক লিফট সিস্টেমের সাহায্যে এগুলো বিন্যাস করা হয়ে থাকতে পারে।
ফ্রান্সের সিইএ প্যালিটেকনিক ইনস্টিটিউটের জ্যাভিয়ের লান্দ্রো বলেছেন, নিকটবর্তী খালের পানির প্রবাহের মাধ্যমে ভারি পাথরগুলো সরানো হয়ে থাকতে পারে।
গবেষকরা বলছেন, প্রাচীন মিসরীয়রা জল প্রকৌশল বিষয়ে দক্ষতার ব্যাপারে সুপরিচিত ছিলেন। তাই তারা পানির প্রবাহকে ব্যবহার করে এই বড় পাথরখণ্ড সরিয়ে থাকতে পারেন। এতে করে পিরামিড তৈরির কৌশল সম্পর্কে আমরা নতুন করে ধারণ পাচ্ছি।