মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

যেখানে হিজাব না পরলে ১০ বছরের কা রা দ ণ্ড

  • আপডেট সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

ইসলামিক পোষাক বিধি লঙ্ঘনকারী নারীদের শাস্তির বিধান কঠোর করে একটি বিল পাস করেছে ইরানের আইনপ্রণেতারা। নতুন আইনে পোশাক বিধি লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। বুধবার ইরানি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

গত বছর হিজাবের বিরুদ্ধে বিক্ষোভ করে ইরানি নারীরা। হিজাব না পরার অপরাধে ২২ বছরের কুর্দি তরুণী মাহসা আমিনি পুলিশ হেফাজতে মৃত্যুর পর এই বিক্ষোভ শুরু হয়। সরকার কঠোর হাতে ওই বিক্ষোভ দমন করে এবং রাষ্ট্রীয়ভাবে পোশাক বিধি প্রণয়নের ঘোষণা দেয়।

খসড়া আইনটিতে, ‘বিদেশি বা শত্রু সরকার, সংবাদমাধ্যম, গোষ্ঠী বা সংস্থার সহযোগিতায়’ হিজাব বা উপযুক্ত পোশাক পরতে ব্যর্থ হলে নারীদের পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রজাতন্ত্রের প্রথম বছর থেকে ইরানে নারীদের জন্য মাথা ও ঘাড় ঢেকে রাখা বাধ্যতামূলক করা হয়েছিল।

কর্তৃপক্ষ এবং টহল পুলিশ সাম্প্রতিক মাসগুলিতে পোষাক বিধি পালন করতে ব্যর্থ নারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com