মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরলেন ৫ অবৈধ প্রবাসী

  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন পাঁচ অবৈধ বাংলাদেশি অভিবাসী। তাদের নিয়ে শনিবার দুপুরে একটি বিশেষ ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে। যুক্তরাষ্ট্র ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র এটি নিশ্চিত করেছে।

ট্রাম্প প্রশাসনের নির্দেশে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ প্রবাসীদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসাবে যুক্তরাষ্ট্র থেকে প্রথম ধাপে পাঁচজন অবৈধ বাংলাদেশি নাগরিককে গ্রিফন এয়ারের (জিআরপি-২৬) একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকায় পাঠানো হয়। গ্রিফন এয়ার মূলত মার্কিন সামরিক বাহিনীর জন্য চার্টার আমেরিকান বিমান সংস্থা।

সম্প্রতি একই ধরনের চার্টার বিমানে ভারতের ৭ শতাধিক, পাকিস্তানের ৩৫ ও নেপালের ৩১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে কুমিল্লার একজন, নোয়াখালীর দুজন, চট্টগ্রামের একজন ও সিলেটের একজন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com