শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে নারী ও শিশুদের অধিকার হুমকির মুখে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

গত বছর যুক্তরাষ্ট্রে নারী ও শিশুদের অধিকার হুমকির মুখে পড়ে; নারীদের গর্ভপাতের অধিকার সাংবিধানিক সুরক্ষা হারায়; বিদ্যালয়, বিমান, জেলখানায় যৌন নিপীড়নের ঘটনা বাড়ে।

চীনা রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয় থেকে মঙ্গলবার প্রকাশিত ‘যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতি, ২০২৩’ শীর্ষক এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে মার্কিন শিশুরা প্রতিনিয়ত বন্দুক-সহিংসতায় মারা যাচ্ছে; বিদ্যালয়গুলোতে বন্দুক-সহিংসতা ক্রমশ বাড়ছে। এ ক্ষেত্রে গোটা বিশ্বে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন শিশুদের মধ্যে দারিদ্র্যের হার উচ্চ; অবৈধভাবে শিশুশ্রমিক ব্যবহারের ঘটনা বেশি। এর মূল কারণ, আইনি ব্যবস্থার ফাঁকফোকর। আমেরিকার কিশোর-কারাগারগুলোর অবস্থাও খুবই খারাপ। ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা, সমর্থনের অভাব, ও সহিংসতা বন্দি যুবক-যুবতীদের মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে।

সূত্র: সিআরআই

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com