যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও গণ ডিপোর্টেশন এড়াতে অভিবাসীরা এবার সীমান্ত দিয়ে কানাডায় পাড়ি জমাচ্ছেন। এছাড়া সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্র প্রবেশ না করে কানাডায় প্রবেশ করছে অবৈধ অভিবাসীরা। দ্য নিউইর্য়ক পোস্ট তাদের প্রতিবেদনে এমনটি জানিয়েছে।সূত্রগুলি দ্য এনওয়াই পোস্টকে জানিয়েছে, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের ধরপাকড় ও ডিপোর্টেশন অভিযানে সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ অনেকটাই কমে গেছে। এছাড়া যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত অভিবাসীরা আইস এর অভিযান থেকে রক্ষা পেতে এখন ইউএস-কানাডা সীমান্ত দিয়ে অবৈধভাবে সে দেশে প্রবেশ করছেন।
প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন স্টেটের একটি প্রত্যন্ত অঞ্চলে ইউএস সীমান্ত এজেন্টরা প্রতিদিন গড়ে পাঁচজন অভিবাসীকে অবৈধভাবে কানাডায় প্রবেশ করতে দেখেছেন। অথচ ২০২৩-২০২৪ অর্থ বছরে সালে কানাডা থেকে ২৩,৭০০ জন যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশ করেছেন । যাদের ইউএস বর্ডার পেট্রোল আটক করেছিলো।হোমল্যান্ড সিকিউরিটি সূত্রগুলি বলেছে অনেক উত্তরদিকের লোক এখন যুক্তরাষ্ট্র থেকে ভয় পেয়ে “স্ব-নির্বাসন” করছে।রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশজা জানুয়ারিতে ওয়াশিংটন থেকে ব্রিটিশ কলম্বিয়ায় ৪০ জন অবৈধ প্রবেশের কথা জানিয়েছে।
একই মাসে, ইউএস বর্ডার প্যাট্রোল এজেন্টরা 30 জন অভিবাসীকে দক্ষিণ পার হতে দেখেছিল।দ্য এনওয়াই পোস্টের সূত্র জানায়, মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আবার কানাডায় পালিয়ে যাওয়া অনেক অভিবাসীরই ইমিগ্রেশন কোর্টে বিচারাধীন মামলাগুলি শেষ হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদনের অনুসারে, কানাডার আলবার্তায়, ফেব্রুয়ারির তীব্র শীতে মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র থেকে কানাডা প্রবেশের সময় শিশুসহ ৯ অভিবাসীর একটি দলকে সে দেশের সীমান্ত পুলিশ বাধা দেয়।
টাইমস জানিয়েছে, কানাডার সীমান্ত কর্তৃপক্ষ আলবার্তায় এ বছর এপর্যন্ত প্রায় ২০ জন অবৈধ অভিবাসীকে ধরেছে।আগের বছর, একই পথে মাত্র সাতজন অভিবাসীকে আটক করা হয়েছিল।কানাডা দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং ড্রোন কেনার জন্য তাদের সীমান্তের সুরক্ষাজোরদার করতে ৯০০ মিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে।
Like this:
Like Loading...