রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে দেশীয় সংস্কৃতি তুলে ধরল বাংলাদেশি শিক্ষার্থীরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা দেশীয় সংস্কৃতি তুলে ধরেছে। দেশটির ইন্ডিয়ানায় অবস্থিত বল স্টেট ইউনিভার্সিটিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগামে প্রায় ১২ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে বিশ্ববিদ্যালয়ের রিংকার সেন্টারে সংস্কৃতি বিনিময় অনুষ্ঠানে তারা দেশীয় শিক্ষা, সাহিত্য, উল্লেখযোগ্য স্থাপনা, নদ-নদীসহ দেশীয় সংস্কৃতির নানা দিক তুলে ধরেন।

বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশের উল্লেখযোগ্য বিষয়গুলো জানাতে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশ সম্পর্কিত ১০টি বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে দেশীয় সংগীত ও নৃত্য পরিবেশনার পাশাপাশি বিভিন্ন দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়।

বাংলাদেশি শিক্ষার্থী লাইনুন্নাহার বলেন, বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে পেরে আমরা আনন্দিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com