রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে গণহারে শিক্ষার্থীদের ভিসা বাতিল, নেপথ্যে যে কারণ

  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

যুক্তরাষ্ট্রে গণহারে বিদেশি শিক্ষার্থীদের ভিসা ও আবাসনের অনুপতিপত্র বাতিল করা হচ্ছে। গত এক মাসে এ কার্যক্রম ব্যাপকহারে জোরদার করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত এক মাসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ও আবাসনের অনুমতিপত্র বাতিলের কার্যক্রম ব্যাপক হারে জোরদার করেছে। ইনসাইড হায়ার ইডি নামের উচ্চশিক্ষা বিষয়ক একটি সংবাদ ও বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্মের এক গবেষণায় বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত শত শিক্ষার্থীর ভিসা হঠাৎ করেই বাতিল করা হয়েছে এবং এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মাত্র পাঁচ দিনের মধ্যে ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৭ শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ভিসা বাতিল শুধু ফিলিস্তিনপন্থি সমর্থন বা রাজনৈতিক কারণে হচ্ছে না, বরং ছোটখাটো অপরাধেও শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এতে আরও বলা হয়েছে, অনেক শিক্ষার্থী হয়তো জানেনই না যে তাদের ভিসা বাতিল হয়েছে। এমনকি কিছু ছোট কলেজ ফেডারেল নজরদারির আশঙ্কায় এ নিয়ে প্রকাশ্যে কিছু জানাতে চাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com