যুক্তরাষ্ট্রে ক্রেটিড বা ডেবিট কার্ড ব্যবহারে পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হচ্ছে। পরিচয়পত্র না দেখালে পেমেন্ট নেবে না ব্যবসায়ীরা। এমনকি কোনো ব্যবসায়ী কার্ডধারীর পরিচয়পত্র না দেখলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইন ব্যবস্থা। করা হতে পারে জরিমানাও।
গত ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে এ সংক্রান্ত বিল পাস করেছে। যার ফলে কার্ড ব্যবহারকারীদের কেনাকাটা করার সময় একটি বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র উপস্থাপন করতে হবে।
সিনেটে পাস হওয়া বিলটি যাবে হাউজ অব রিপ্রেজেনটেটিভে। সেখানে পাস হলে ও প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে। আর রিপাবলিকান নেতৃত্বাধীন নিম্নকক্ষেও এটি পাস হবে বলে মনে করা হচ্ছে।
সিনেটে বিলটি উত্থাপন করে সিনেটর ফ্রাঙ্ক কিউ ক্রুজ। সিনেটে বিলটি পাস হওয়ার আগেই সিনেটের ফ্লোর লিডার ডোনাল্ড এম. ম্যাংলোনা এর প্রতি সমর্থন প্রকাশ করেন। ম্যাংলোনা বলেছেন, ‘ব্যবসায়ীদের উচিত একটি বৈধ পরিচয়পত্র এবং ছবি দেখানোর প্রয়োজনীয়তাকে গুরুত্ব সহকারে নেওয়া। কারণ এটি তাদের সুরক্ষা এবং কার্ডধারীদের সুরক্ষা উভয়ের জন্য।’