1. [email protected] : চলো যাই : cholojaai.net
যুক্তরাষ্ট্রে এক মাসে সাড়ে ৮ লাখ কর্মসংস্থান
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
Uncategorized

যুক্তরাষ্ট্রে এক মাসে সাড়ে ৮ লাখ কর্মসংস্থান

  • আপডেট সময় রবিবার, ৪ জুলাই, ২০২১

স্বাভাবিক ধারায় ফিরে আসতে শুরু করেছে মার্কিন অর্থনীতি। অর্থনৈতিক কার্যক্রম চলতে শুরু করায় গত জুনে কর্মসংস্থানে ভালো প্রবৃদ্ধি হয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, গত মাসে নিয়োগকর্তারা ৮ লাখ ৫০ হাজারেরও বেশি কর্মসংস্থান তৈরি করেছেন, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। পানশালা, রেস্তোরাঁ, খুচরা ও শিক্ষায় নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে সবচেয়ে বেশি।

অবশ্য কর্মসংস্থান এতটা বাড়লেও বেকারত্বের হারে খুব বেশি প্রভাব পড়েনি। দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জুনে বেকারত্বের হার ৫ দশমিক ৯ শতাংশ।

বিভিন্ন খাতে এখনো ৯৩ লাখেরও বেশি শূন্যপদ রয়েছে। তবে নতুন কর্মীদের আগ্রহী করতে ম্যাকডোনাল্ডস ও চিপটলের মতো কোম্পানিগুলো তাদের ন্যূনতম মজুরি বাড়িয়েছে। জুনে প্রতি ঘণ্টায় গড় উপার্জন শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মে মাসে যা বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। যদিও জুনে যুক্ত হওয়া অর্ধেকেরও বেশি চাকরি অবসর এবং আতিথেয়তায় খাতে হয়েছে। তবে এখনো করোনা–পূর্ববর্তী অবস্থায় ফিরতে পারেনি এই দুই খাত।

তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, ‘এই পরিসংখ্যানকে আমাদের অর্থনীতিকে ১০০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ সংকট থেকে বের করে আনার ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি বলা যায়।’

গত শুক্রবার তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এখন পর্যন্ত তিন কোটি কর্মসংস্থান সৃষ্টি করেছি, যা আগে কেউ করে দেখাতে পারেনি। আধুনিক ইতিহাসের যেকোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি।’

বিশ্লেষকেরাও বলছেন, কর্মসংস্থান পরিসংখ্যান নির্দেশ করছে যে পুনরুদ্ধার ভালো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com