রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে স্নাতকোত্তর-পিএইচডি

  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪

যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার অন্যতম একটি প্রতিষ্ঠান হাওয়াই বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি ও ফেলোশিপ দেয়। এ বিশ্ববিদ্যালয় দেবে ফেলোশিপ। এ ফেলোশিপের নাম ‘ইস্ট-ওয়েস্ট সেন্টার গ্র্যাজুয়েট ডিগ্রি ফেলোশিপ’। এর অর্থায়ন করবে এডিবি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে হাওয়াই বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের ৫৩টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হবে ১ আগস্ট থেকে। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এ ফেলোশিপে কোনো আবেদন ফি নেই।

ইস্ট-ওয়েস্ট সেন্টার গ্র্যাজুয়েট ডিগ্রি ফেলোশিপে বাংলাদেশসহ বিশ্বের ৫৩টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
ইস্ট-ওয়েস্ট সেন্টার গ্র্যাজুয়েট ডিগ্রি ফেলোশিপে বাংলাদেশসহ বিশ্বের ৫৩টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেনছবি: ইস্ট-ওয়েস্ট সেন্টার গ্র্যাজুয়েট ডিগ্রি ফেলোশিপের ওয়েবসাইট থেকে নেওয়া

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা—

  • উচ্চতর একাডেমিক রেকর্ডসহ স্নাতক বা তার সমতুল্য ডিগ্রি;
  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
  • প্রোগ্রামটি শেষ করে দেশে ফিরে যেতে সম্মত থাকতে হবে।

ফাইল ছবি

স্কলারশিপের সুবিধাগুলো—

  • স্নাতকোত্তর ডিগ্রি এবং ডক্টরাল ডিগ্রির জন্য মিলবে পূর্ণ সময়ের টিউশন ফি;
  • আবাসন ব্যবস্থা;
  • খাদ্য এবং আনুষঙ্গিক খরচ মেটানোর জন্য থাকবে আংশিক উপবৃত্তি;
  • বই এবং অন্য শিক্ষা উপকরণ ক্রয়ের ভাতা;
  • স্বাস্থ্য বীমা।

আবেদনপ্রক্রিয়া


অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত জানতে ঢুঁ মারতে পারেন এই লিংকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com