যুক্তরাজ্যর লিডস ইউনির্ভাসিটি বিদেশি শিক্ষার্থীদের দেবে স্কলারশিপ। এ স্কলারশিপে সংখ্যা ৫০০টি। লিডস বিশ্ববিদ্যালয় বৈচিত্র্যময় এবং গতিশীল সম্প্রদায় গড়ে তোলার প্রতিশ্রুতিতে এ বৃত্তি দেবে। আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্টগ্র্যাজুয়েটে মিলবে বৃত্তি। লিডস ইউনির্ভাসিটি বিশ্বের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় আছে। এ বৃত্তির নাম দ্যা ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ। মেধাভিত্তিক এ বৃত্তির জন্য প্রয়োজন কৃতিত্বপূর্ণ অ্যাকাডেমিক ফলাফল ও নেতৃত্বের গুণাবলি থাকতে হবে।
লিডস বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল এনগেজমেন্টবিষয়ক ডিন অধ্যাপক ম্যানুয়েল বার্সিয়া বলেন, বিশ্বব্যাপী প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ প্রদান করতে পেরে আমরা আনন্দিত। এ উদ্যোগটি গতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রতি আমাদের নিষ্ঠার প্রতিফলন, আর্থিক কারণে যাঁদের উচ্চশিক্ষায় বাধা তৈরি হয়, এ সুযোগ তাঁদের জন্য।’
৫০০ জন পাবেন এই বৃত্তি। ১০, ২০ ও ৫০ শতাংশ পর্যন্ত টিউশন ফি মিলবে।
মাস্টার্সের প্রোগ্রামের বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। ওই দিন যুক্তরাজ্যের সময় বিকেল পাঁচটার মধ্য করতে হবে আবেদন। আবেদনকারী প্রার্থীদের ১৩ জুন বৃত্তির তথ্য বিস্তারিত জানাবেন বৃত্তি পেয়েছেন কি না। এরই মধ্যে শিক্ষার্থীরা পেয়ে যাবেন স্কলারশিপ লেটার।