বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

মে থেকে কার্যকর রিয়েল আইডির বাধ্যবাধকতা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
নিউইয়র্ক স্টেটে যারা রিয়েল আইডি কিংবা এনহ্যান্সড আইডি করাননি, তাদেরকে তা করতে হবে। কারণ যারা ফেডারেল সরকারের বিভিন্ন ভবনে প্রবেশ করতে চান,  সরকারি কোনো সুবিধা নিতে সরকারের কোনো ভবনে প্রবেশ করতে চান, তাদেরকে রিয়েল আইডি দিয়ে প্রবেশ করতে হবে। যারা পাসপোর্ট কিংবা পাসপোর্ট কার্ড ছাড়া অভ্যন্তরীণ রুটে বিমানে ভ্রমণ করতে চান, তাদের রিয়েল আইডি অথবা এনহ্যান্সড আইডি লাগবে। ২০২০ সালে করোনার সময় থেকেই এই রিয়েল আইডি করার বাধ্যবাধকতার ঘোষণা দেওয়া হয়েছিল। করোনার কারণে ওই সময়ে বিভিন্ন সরকারি অফিস বন্ধ থাকায় সেটি করা সম্ভব হয়নি। করোনা শেষ হলেও রিয়েল আইডি কার্যকর করার বিষয়টি বিভিন্ন মেয়াদে বাড়ানো হয়। এবার আর সময় বাড়ানো হবে না। ৭ মে থেকে তা কার্যকর করা হবে।
বারবার পেছানোর কারণে অনেকেই রিয়েল আইডি করাননি। বর্তমানে অনেকেই রিয়েল আইডি ও এনহ্যান্সড আইডি করাতে চাইছেন। এ জন্য নিউইয়র্ক ডিএমভির বিভিন্ন অফিসে ইনপারসন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন। নিয়ম হচ্ছে যারা এ দেশের সিটিজেন, তারা তাদের নাগরিকত্বের প্রমাণ দিয়ে এনহ্যান্সড আইডি করাবেন। যারা গ্রিনকার্ডধারী তারা রিয়েল আইডি করবেন। তবে নাগরিকরাও চাইলে রিয়েল আইডি করাতে পারবেন। যারা গ্রিনকার্ড কিংবা সিটিজেন নন, তারা ছাড়া অন্য কেউ রিয়েল আইডি কিংবা এনহ্যান্সড আইডি করাতে পারবেন না। মূলত নাগরিক এবং এই দেশের বৈধ স্থায়ী বাসিন্দা, যাদের গ্রিনকার্ড আছে, তারাই কেবল এটি করাতে পারবেন। এখানে অনেকেরই গ্রিনকার্ডধারী কিংবা সিটিজেন না হলেও ড্রাইভিং লাইসেন্স রয়েছে।
এসব আইডি দেখেই একজন মানুষের আইনি স্ট্যাটাস সহজেই চেক করা যাবে। এতে করে সহজেই বোঝা যাবে, কারা সিটিজেন এবং কারা গ্রিনকার্ডধারী। সেই সাথে এনহ্যান্সড আইডিতে আমেরিকার পতাকা এবং রিয়েল আইডি হলে স্টার থাকবে।
যেগুলোতে স্টার নেই ও আমেরিকার পতাকা নেই, তারা এ দেশে আছেন হয়তো কোনো না কোনো একটি স্ট্যাটাস থাকতে হবে। হতে পারে ওয়ার্ক পারমিটধারী, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অথবা বিদেশি চাকরিজীবীসহ বিভিন্ন ক্যাটাগরিতে অবস্থানরত।
গ্রিনকার্ডধারী ও সিটিজেনদের আলাদা করতে চাইছে সরকার। আর বন্ধ করতে চাইছে এমন সব ব্যক্তিদের ফেডারেল সরকারের ভবনে প্রবেশ করার বিষয়টি। যদিও সরকার বারবার রিয়েল আইডি করার জন্য নিউইয়র্কের সবাইকে বলছে কিন্তু অনেক সিটিজেন ও স্থায়ী বাসিন্দা আছেন যারা এখনো রিয়েল আইডি কিংবা এনহ্যান্সড আইডি করাননি, তারা সাধারণ মানুষের মতোই আইডি করান।
এ ব্যাপারে নিউইয়র্ক ডিএমভি থেকে বলা হয়েছে, ৭ মে থেকে ফেডারেল নিয়ম অনুসারে ভ্রমণকারীদের অভ্যন্তরীণ ফ্লাইটে ওঠার এবং নিরাপদ ফেডারেল সুবিধা নিতে ও ওই সব ভবনে প্রবেশের জন্য রিয়েল আইডির নিয়ম মেনে চলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com