মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেডিকঅ্যাইডের বাজেট কমানোর যে পরিকল্পনা করছেন, সেটা বাস্তবায়িত হলে ৭০ লাখ নিউইয়র্কবাসীর জন্য বিপর্যয় নেমে আসতে পারে বলে ডেমোক্র্যাটরা হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
প্রায় পার্টি-লাইন অনুসরণ করে হাউসের রিপাবলিকানরা বাজেটের নীলনক্সা অনুমোদন করে কার্যত ব্যয় প্যাকেজের কাঠামো নির্ধারণ করে দিয়েছে। চূড়ান্ত বিলের অংশ হিসেবে ট্রাম্প অভিবাসননীতির জন্য নতুন তহবিলের পাশাপাশি ব্যাপক কর ও ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণ করেছেন। মঙ্গলবারের ভোটাভুটির সময় অন্যান্য হাউস ডেমোক্র্যাটদের সাথে তাল মিলিয়ে ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফরি বলেন, রিপাবলিকানরা আমেরিকার ইতিহাসে বৃহত্তম মেডিকঅ্যাইড কমানোর প্রস্তাব আনতে যাচ্ছে। ডেমোক্র্যাটরা যুক্তি দেন, এটি ¯্রফে কাঠামো। এখনো বাজেট কমানোর সুনির্দিষ্ট প্রস্তাব করা হয়নি।
তিনি বলেন, ‘পরিবারগুলো বিপর্যয়ে পড়বে। অক্ষম লোকজন ভয়াবহ অবস্থায় পড়বে।’ বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মেডিকঅ্যাইডে বড় ধরনের ফেডারেল ছাঁটাই নিউইয়র্কের ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। নিউইয়র্কে বর্তমানে ৭০ লাখ লোক মেডিকঅ্যাইডে নাম তালিকাভুক্ত করেছে। আর এদের মধ্যে ৪০ লাখের বেশি লোক বাস করে নিউইয়র্ক সিটির পাঁচ বরোতে।