শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ অপরাহ্ন

মেঘনা ভিলেজ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় মেঘনা নদীর কোলঘেষে মেঘনা ব্রীজ হতে ১ কিলোমিটার দূরত্বে এই রিসোর্টটি অবস্থিত। সম্পূর্ণ গ্রামীন নিরিবিলি পরিবেশে এই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। এখানে অবকাশ যাপনকারীদের জন্য রয়েছে এসি ও নন-এসি উভয় ধরনের কটেজ। এখানকার কটেজগুলো দেখতে অনেকটা নেপালি বাড়িঘরের মতো। পর্যটকদের জন্য এখানে রয়েছে সুবিশাল খেলার মাঠ, খেলাধুলার উপকরণ, সুস্বাদু ও উন্নতমানের খাবারের ব্যবস্থা। রাতের বেলায় যারা চাদ দেখতে ভালোবাসেন তারা একবার ঢু মেরে আসতে পারেন ঢাকার কাছের এই মেঘনা ভিলেজ হতে। পর্যটকদের জন্য এই রিসোর্টে ছিপ-বরশি দিয়ে মাছ ধরার সু-ব্যবস্থা রয়েছে। অবশ্য সেজন্য বাড়তি টাকা গুণতে হবে।

যোগাযোগ

ঢাকা বুকিং অফিস:

সুইট – ৫১২এ, লেভেল ৫, ইব্রাহিম ম্যানশন, ১১ পুরানা পল্টন, ঢাকা।

ফোন: ০২-৯৫৭০৭৮২, ০১৫৫২-৩০৮৮৪৯, ০১৫৫২-৩৩৩৫৬৩, ০১৭১৮৪৭১৯৬১ (রিসোর্ট)

যেভাবে যাবেন

যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড হতে প্রথমে যেতে হবে কাঁচপুর ব্রীজ। সেথান থেকে সোনারগাঁও হয়ে মেঘনা ব্রীজ। মেঘনা ব্রীজ পার হয়ে বালুকান্দি বাসস্ট্যান্ড থেকে বাম দিকের পথ ধরে ১ কিলোমিটার এগুলোই এই রিসোর্টটির দেখা মিলবে।

এছাড়া আপনি চাইলে রিসোর্টের নিজস্ব গাড়িতে করেও রিসোর্টে যেতে পারবেন। সেজন্য ১,৫০০+ টাকা খরচ পড়বে।

খাবার-দাবার

সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে রান্না করা এখানকার খাবারগুলোতে পাওয়া যায় ঘরোয়া খাবারের পরিপূর্ণ স্বাদ।

কটেজ ভাড়া

প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত এই রিসোর্টের কটেজগুলো ভাড়া দেওয়া হয়।

  • নন-এসি (ছোট) ২,৩০০ টাকা
  • নন-এসি (বড়) ২,৯০০ টাকা
  • এসি (ডিলাক্স) ৪,০২৫ টাকা
  • এসি (প্রিমিয়ার) ৪,৬০০ টাকা
  • এসি (ভিআইপি) ৫,২০০ টাকা

মাছ ধরার চার্জ

  • ১ কেজি ওজনের রুই ৩০০ টাকা
  • তেলাপিয়া প্রতিটি ৫০ টাকা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com