বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটিতে ফুল-ফ্রি স্কলারশিপ

  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে আবুধাবির মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের প্রসিদ্ধ বিজ্ঞানী ও গবেষকদের অধীনে পড়াশোনা করার সুযোগ প্রদান করা হবে। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল, ২০২৩।

সুযোগ-সুবিধা
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে ।
* আবাসন-ব্যবস্থা ও স্বাস্থ্য-বিমা প্রদান করবে।
* বিনামূল্যে ভিসা  প্রদান করবে।
* জীবনযাত্রার খরচ হিসেবে স্নাতকোত্তরে জন্য ৮০০ এবং পিএইচডির জন্য ১০০০ দিরহাম প্রদান।
* আবেদনকারী যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ক্যাম্পাসের বাইরে থাকার জন্য অতিরিক্ত ৫০০০ দিরহাম দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা
* স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং ৩.২ সিজিপিএ থাকতে হবে।
* পিএইচডি ডিগ্রির জন্য  অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
* পিএইচডি ডিগ্রির জন্য স্নাতক ও স্নাতকোত্তরে উভয় শ্রেণিতেই ন্যূনতম সিজিপিএ ৩.২ থাকতে হবে।
* ইংরেজি ভাষার দক্ষ হতে হবে। আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬, ইএমস্যাট ইংরেজি স্কোর ন্যূনতম ১৫৫০, আইবিটি টোফেল স্কোর ন্যূনতম ৯০ থাকতে হবে।
* স্নাতকোত্তরে আবেদনের জন্য জিআরই স্কোর বাধ্যতামূলক নয়, তবে সেটা থাকলে ভালো মূল্যায়ন পাওয়া যাবে। শুধু স্নাতক করে পিএইচডিতে আবেদন করতে চাইলে জিআরই স্কোর বাধ্যতামূলক। এ ক্ষেত্রে ভারবাল রিজনিংয়ে ১৫০, কোয়ান্টিটিভ রিজনিং ১৫০ ও অ্যানালিটিক্যাল রাইটিংয়ে ৩.০০ থাকতে হবে।
* এন্ট্রি টেস্টে ভালো ফলাফল করতে হবে।

MBZUAIOrientationGroup-1600x1006

প্রয়োজনীয় কাগজপত্র
* অনলাইন অ্যাপ্লিকেশন ফরম।
* পাসপোর্ট ও সিভি।
* সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি।
* ৮০০ শব্দের স্টেটমেন্ট অব পারপাস।
* ন্যূনতম দুটি রেকমেন্ডেশন লেটার।
* কাজের অভিজ্ঞতা।
* রিসার্চ পাবলিকেশন।
* এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ।

অনলাইনে আবেদন করতে হবে।

অবেদন করতে ক্লিক করুন https://apply.mbzuai.ac.ae/OnlineApplication

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com