বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

মুগ্ধতা ছড়াচ্ছে যমুনা পাড়ের কাশফুল

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

শুভ্র কাশফুলে ছেয়ে গেছে সিরাজগঞ্জের কাজিপুরের যমুনা নদীর পাড়সহ আশপাশের এলাকা। যেদিকে চোখ যায় সাদা মেঘের ভেলা চোখে পড়ে। মনভোলানো সে দৃশ্য দেখতে মানুষ ভিড় করছেন মেঘনার দুই পাড়ে।

shirajgang-(4)

সরেজমিনে উপজেলার মাইজবাড়ী চরাঞ্চল ঘুরে দেখা যায়, বাতাস ঢেউ খেলছে কাশফুলে। নদীর দুই পাড়ে সাদা মেঘ যেন মাটি স্পর্শ করছে। মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা হচ্ছে সেখানে। কেউ কেউ ছবি-সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন।

shirajgang-(4)

বগুড়া শহর থেকে বেড়াতে আসা আব্দুল কাদের জানান, মুগ্ধ হওয়ার মতো একটি জায়গা। কাশফুলের নরম ছোঁয়ায় কঠিন মনটাও যেন নরম হয়ে আসে।

shirajgang-(4)

এ বিষয়ে কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জাগো নিউজকে জানান, প্রাকৃতিকভাবে কাশবন সৃষ্টি হয়। এগুলো কৃষকরা ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করে থাকেন। তবে আগের মতো গ্রামগঞ্জে কাশফুল দেখা যায় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com