শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

মুগ্ধতা ছড়াচ্ছে নীলফামারীর সিংদই পদ্মবিল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

মুগ্ধতা ছড়াচ্ছে নীলফামারীর সিংদই পদ্মবিল। কষ্ট ভেঙে দূরদুরান্ত থেকে তা দেখতে আসছেন অনেকে। এ বিলকে পর্যটন স্পটে পরিণত করার উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন।

নীল আকাশে সাদা মেঘের ভেলা আর সবুজ প্রকৃতির মাঝে স্বচ্ছ জলে ফোটা পদ্মফুল ছড়াচ্ছে মুগ্ধতা। লাল-সবুজের সৌন্দর্য সহজেই নাড়া দিচ্ছে মনকে।

নীলফামারী জেলা শহর থেকে ৮ কিলোমিটার দূরে ইটাখোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী সিংদই বিল। অযত্নে পড়ে থাকা বিলটি ছিলো দীর্ঘকাল দখলদারদের হাতে। সম্প্রতি পদ্ম ফোটায় নজরে আসে প্রশাসনের। দখলমুক্ত করে দেখভালের দায়িত্ব দেয়া হয় স্থানীয় মৎস্যজীবীদের।

সবুজ ঘেরা চারপাশ। মাঝখানেই বুক চিতিয়ে আছে এই বিল। হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। পথ পেরিয়ে বিলে যেতে হাঁপিয়ে ওঠেন অনেকেই। কিন্তু বিলের সৌন্দর্যে নিমেষেই দূর হয় ক্লান্তি। চারপাশে শুধু সুন্দরের প্রদর্শনী।

জনপ্রতিনিধির অভিযোগ, পর্যটন স্পট করার আশ্বাসে কেটেছে বহু বছর। আর দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার ইচ্ছের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

প্রায় দশ একর এলাকাজুড়ে গড়ে ওঠা সিংদই পদ্ম বিল পরিকল্পিত উদ্যোগ নিলে হতে পারে জেলার অন্যতম দর্শনীয় স্থান, বলছে স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com