শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

মিস ইউনিভার্স মুকুট জিতলেন ডেনিশ সুন্দরী ভিক্টোরিয়া

  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

মিস ইউনিভার্স ৭২তম আসরে সেরার মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগ। ১৬ নভেম্বর বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন ২১ বছর বয়সী এই ডেনিশ-কন্যা। খবর : সিএনএন

এই মুকুট জয়ের মধ্য দিয়ে ভিক্টোরিয়া ইতিহাস গড়েছেন। তার আগে কোনো ডেনিশ সুন্দরী এই মুকুট জয় করতে পারেনি। এদিন তাকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস নিকারাগুয়া, শেনিস প্যালাসিওস। প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম রানারআপ হয়েছেন নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা ও দ্বিতীয় রানারআপ হন মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।

এর আগে বৃহস্পতিবারের প্রিলিমিনারি ইভেন্টে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। এরপর সবাইকে বিচারকদের কাছ থেকে দফায় দফায় তাদের বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। এ ছাড়া মিস ইউনিভার্সের ৭২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২৮ বছরের ঊর্ধ্বে মহিলাদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com