শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

মিস ইউনিভার্স-এর ইতিহাসে প্রথম হিজাবি প্রতিযোগী এই সোমালিয়ান সুন্দরী

  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

মেক্সিকো সিটিতে জমেছে মিস ইউনিভার্স, ২০২৪ এর আসর। সেই আসরে প্রথমবারের মতো হিজাব পরেই অংশ নিলেন সোমালিয়ান সুন্দরী খাদিজা ওমর। বছর তেইশের এই তরুণী  জন্মেছিলেন আফ্রিকার দেশ কেনিয়ায়। সেখানকার এক শরণার্থী ক্যাম্পে জন্ম তাঁর। এরপর ২০১০ সালে বাবা–মায়ের হাত ধরে কানাডায় আসা। শরণার্থীর সঙ্গে এবার অভিবাসীর তকমা লেগেছিল সঙ্গে। মুসলিম উদ্বাস্তু ও কৃষ্ণাঙ্গ পরিবারের মেয়ে খাদিজা তাই স্বপ্ন দেখেছিলেন এমন কিছু করার, যাতে নিজের একটি পরিচয় গড়ে তোলা যায়। মিস ইউনিভার্সের আসরে প্রথম হিজাব পরা নারী তিনি। সৌন্দর্য ও ফ্যাশনের যে কোনও বাঁধা-ধরা সংজ্ঞা হতে পারে না, তারই এক উজ্জ্বল নজির খাদিজা। চলুন দেখে নেওয়া যাক ইন্সটাগ্রামে খাদিজার লুকবুক থেকে কিছু ছবি।

কালো পোশাকে নজর কাড়ছেন খাদিজা। গ্লসি মেকআপে বেশ সুন্দর লাগছে তাঁকে। তবে সবচেয়ে বেশি যেটি নজর কাড়ছে, তা হলো তাঁর মাথার বিশালাকৃতির ফুলেল হেডপিসটি।
কালো পোশাকে নজর কাড়ছেন খাদিজা। গ্লসি মেকআপে বেশ সুন্দর লাগছে তাঁকে। তবে সবচেয়ে বেশি যেটি নজর কাড়ছে, তা হলো তাঁর মাথার বিশালাকৃতির ফুলেল হেডপিসটি।
অফ হোয়াইট স্লিটেড হাতার ফুলেল গাউনে মনে হচ্ছে যেন কোন অপ্সরী তিনি।
অফ হোয়াইট স্লিটেড হাতার ফুলেল গাউনে মনে হচ্ছে যেন কোন অপ্সরী তিনি।
বসলেডি লুকে ফুশিয়া গোলাপি প্যান্ট স্যুটে বেশ মানিয়েছে খাদিজাকে।
বসলেডি লুকে ফুশিয়া গোলাপি প্যান্ট স্যুটে বেশ মানিয়েছে খাদিজাকে।
বলতেই হয়, গোলাপি যেন খাদিজারই রঙ।   বেলুন স্লিভসের এই গাউনে তাঁকে লাগছে ঠিক ফুলের মতো।
বলতেই হয়, গোলাপি যেন খাদিজারই রঙ।  বেলুন স্লিভসের এই গাউনে তাঁকে লাগছে ঠিক ফুলের মতো।
এই লুকটি এবারের মিস ইউনিভার্সের আসর থেকে নেওয়া। প্যাস্টেল পোশাকে রাইনস্টোন বসানো। মিনিমাল মেক-আপ ও বোল্ড চোখের সাজে মন মাতাচ্ছেন খাদিজা
এই লুকটি এবারের মিস ইউনিভার্সের আসর থেকে নেওয়া। প্যাস্টেল পোশাকে রাইনস্টোন বসানো। মিনিমাল মেক-আপ ও বোল্ড চোখের সাজে মন মাতাচ্ছেন খাদিজা
আকাশী নেটের গাউনের সঙ্গে তিনি পরেছেন ম্যাচিং হিজাব
আকাশী নেটের গাউনের সঙ্গে তিনি পরেছেন ম্যাচিং হিজাব
সাদা গাউনে মন কাড়ছেন তিনি এখানে
সাদা গাউনে মন কাড়ছেন তিনি এখানে
উষ্ণ বাদামী রংয়ের শরীর আঁকড়ে ধরা রাইনস্টোনের গাউন বেছে নিয়েছেন খাদিজা। করেছেন বোল্ড মেকআপ। কানে ঝুলছে পাথরের লম্বা দুল। মাথায় বরাবরের মতোই নতুন ঢংয়ে হিজাব পরেছেন 
উষ্ণ বাদামী রংয়ের শরীর আঁকড়ে ধরা রাইনস্টোনের গাউন বেছে নিয়েছেন খাদিজা। করেছেন বোল্ড মেকআপ। কানে ঝুলছে পাথরের লম্বা দুল। মাথায় বরাবরের মতোই নতুন ঢংয়ে হিজাব পরেছেন
মিস ইউনিভার্সের আসরে ঐতিহ্যবাহী সোমালি পোশাকে খাদিজা তুলে ধরছেন নিজের দেশের সংস্কৃতি।
মিস ইউনিভার্সের আসরে ঐতিহ্যবাহী সোমালি পোশাকে খাদিজা তুলে ধরছেন নিজের দেশের সংস্কৃতি।
বেগুনি স্টাইলিশ ড্রেসের সঙ্গে কালো হিজাব পরেছেন খাদিজা
বেগুনি স্টাইলিশ ড্রেসের সঙ্গে কালো হিজাব পরেছেন খাদিজা
কিমোনো স্টাইলের গাউনের সঙ্গে অভিনব স্টাইলের হিজাব পরেছেন খাদিজা
কিমোনো স্টাইলের গাউনের সঙ্গে অভিনব স্টাইলের হিজাব পরেছেন খাদিজা
পিন স্ট্রাইপ স্যুটের সঙ্গে ম্যাচিং হিজাব পরেছেন খাদিজা আফ্রিকান স্টাইলে
পিন স্ট্রাইপ স্যুটের সঙ্গে ম্যাচিং হিজাব পরেছেন খাদিজা আফ্রিকান স্টাইলে
রূপালি পোশাকের সঙ্গে উইগের স্টাইলেও হিজাব পরেছেন খাদিজা
রূপালি পোশাকের সঙ্গে উইগের স্টাইলেও হিজাব পরেছেন খাদিজা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com