অনেকেই আছেন যারা ব্যবসা (Business) পছন্দ করেন না। তারা মোটা মাইনের চাকরি পছন্দ করেন। তবে দেশে থেকে বিদেশের চাকরির স্যালারি (Salary) অনেক বেশি। তবে সেই জন্য যোগ্যতারও অনেক প্রয়োজন হয়। কিন্তু আজ আপনাদের এমন এক দেশের কথা বলব, যেখানে মোটা মাইনে টাকা হলেও সেখানে মানুষ কাজ করতে চায় না। আসুন বিস্তারিত জেনে নিন।
দেশটি হল স্কটল্যান্ড (Scotland)। এই দেশে এমনই এক চাকরির রয়েছে, যেখানে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও কেউ সেখানে আবেদন করেনি। সেখানে মাইনের কথা বলা হয়েছে মাসে ৪ লক্ষ টাকা। এছাড়াও যদি কেউ বাইরের কোন দেশ থেকেও কাজটি করতে আসেন। তাহলে সেখানে ঘোরার সমস্ত খরচ এবং খাওয়া-দাওয়ার সমস্ত খরচ কোম্পানি (Company) দেবে।
তবে এই চাকরি করতে কেউই আগ্রহী নয়। আসলে কাজটি হল সমুদ্রের তলা থেকে তেল খনন করা এবং গ্যাস নিষ্কাশন করা। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই কাজগুলি যথেষ্ট পরিশ্রমের কাজ। কাজটি করতেও অনেকক্ষণই সময় লাগে। তাই এরকম মোটা টাকার প্রস্তাব পেয়েও লোকেরা বা বাইরের কোন মানুষের আগ্রহী হননি।
স্কটল্যান্ডের এই কাজটি না করার একটি কারণ হলো, এই কাজটি প্রতিদিন ১২ ঘণ্টা করে করতে হবে। তার আগে ৬ মাস প্রশিক্ষণ নিতে হবে ব্যক্তিটিকে। যদি কেউ ছুটি নেয় তাহলেও কোন বেতন কাটা হবে না। যদি শারীরিকভাবে অসুস্থ্যের জন্য ছুটি নেওয়া হয়, তাহলেও সেখানে অনেক দিনের ছুটি থাকবে। বিজ্ঞাপন বেরোনোর প্রায় ১ মাস হয়ে গিয়েছে তবুও কেউ সেখানে একটি আবেদন করেনি।