মালয়েশিয়া মাই সেকেন্ড হোম বা MM2H এর সবচেয়ে সহজ ও সাশ্রয়ী ক্যাটাগরি SEZ [Special Economic Zone বা SFZ এর বিস্তারিত তথ্য ১০ টি গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে জানাব।
ন্যুনতম ২১ বছর বা তদূর্ধ্ব বয়সী বিদেশী নাগরিকগণ আবেদন করতে পারবেন।
২১-৪৯ বছর বয়সী আবেদনকারীর ক্ষেত্রে ৬৫ হাজার ইউ এস ডলার (প্রায় ৮০ লাখ টাকা) এবং বয়স ৫০ উর্ধ হলে ৩২ হাজার ইউ এস ডলার (প্রায় ৪০ লাখ টাকা) ফিক্সড ডিপোজিট করতে হবে।
MM2H আবেদন এপ্রুভ হলে আবেদনকারী আবাসন, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন কার্যক্রমের জন্য ৫০% অর্থ ফিক্সড ডিপোজিট থেকে উত্তোলন করতে পারবেন।
SEZ/SFZ এর অধীনে আবেদনকারীর ক্ষেত্রে প্রপার্টি কেনা বাধ্যতামূলক। তবে অবশ্যই সরাসরি প্রপার্টি ডেভেলপারদের থেকে কিনতে হবে, কোনো অবস্থায় রিয়েল এস্টেট এজেন্ট থেকে কেনা যাবে না এবং ক্রয়কৃত প্রপার্টি ন্যুনতম ১০ বছর বিক্রি করা যাবে না। .
MM2H এপ্রুভ হওয়ার পর আবেদনকারীদের মালয়েশিয়াতে বাৎসরিক কমপক্ষে ৯০ দিন বসবাসের যে বাধ্যবাধকতা রয়েছে,সেটা কিন্তু এখন থেকে ২১-৪৯ বছরের আবেদনকারী এবং ডিপেন্ডেন্ট মিলেই ফুলফিল করতে পারবেন। অর্থাৎ- প্রিন্সিপাল এপ্লিকেন্ট যদি বছরে ১০ দিন মালয়েশিয়াতে অবস্থান করেন এবং তার ৪ জন ডিপেন্ডেন্ট গড়ে ২০ দিন করেও মালয়েশিয়াতে অবস্থান করেন,সেটিও গ্রহণযোগ্য হবে।
ডিপেনডেন্টের ক্ষেত্রে নিয়মটা কিছুটা পরিবর্তন হয়েছে। স্পাউজ অর্থাৎ স্বামী বা স্ত্রীর পাশাপাশি বায়োলজিকাল ছেলে মেয়ে,সৎ ছেলে মেয়ে কিংবা পোষ্য ছেলে বা মেয়েও ডিপেন্ডেন্ট হতে পারবে, যদি কিনা তাদের বয়স ২১-৩৪ বছরের মধ্যে হয় এবং অবিবাহিত থাকে। তবে মেডিক্যালি সার্টিফাইড ডিজেবল ছেলে মেয়েদের ক্ষেত্রে কোনো বয়সের সীমা নাই।
সবচেয়ে ইন্টারেস্টিং হলো- প্যারেন্ট ইন ল অর্থাৎ শ্বশুর-শাশুড়িও কিন্তু ডিপেন্ডেন্ট হতে পারবে।
ডিপেনডেন্ট পাস পাওয়া ছেলে মেয়েরা মালয়েশিয়াতে লেখাপড়ার অনুমতি পাবে এবং তারা চাইলে MM2H পাস কিংবা নতুন স্টুডেন্ট পাসের যেকোনো একটা বাছাই করতে পারবেন।
প্রিন্সিপাল আবেদনকারী তাদের ডিপেন্ডেন্ট গন লং টার্ম চিকিৎসা সেবার অনুমতিও পাবে।
তবে- MM2H পাস হোল্ডার কিংবা তাদের ডিপেন্ডেন্ট গন মালয়েশিয়াতে কোনো ব্যবসা বা বিনিয়োগের সুযোগ পাবে না…যদিও সবাই করতেছে!
এই ছিলো- MM2H এর সবচেয়ে সহজ ক্যাটাগরির বিস্তারিত। এছাড়া প্লাটিনাম,সিলভার কিংবা গোল্ড ক্যাটাগরি সম্পর্কে ভবিষ্যতে জানানোর চেষ্টা করবো। MM2H সম্পর্কে প্রফেশনাল পরামর্শ লাগলে যোগাযোগ করতে পারেন কমেন্ট সেকশনে দেয়া নাম্বারে।
Like this:
Like Loading...