বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন

মালয়েশিয়া মাই সেকেন্ড হোম

  • আপডেট সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪
MM2H “(Malaysia My Second Home)” প্রোগ্রাম,
মালয়েশিয়া সরকারের একটি বিশেষ কার্যক্রম যার মাধ্যমে মালয়েশিয়াতে স্ব-পরিবারে স্থায়ী ভাবে বসবাস, ব্যবসা-বাণিজ্য পরিচালনা, শিল্পে বিনিয়োগ, সন্তানদের সরকারি স্কুলে পড়াশুনা করাতে পারবেন।
সুবিধাসমুহঃ
� ১০ বছর এর মাল্টিপল ভিসা (নবায়নযোগ্য) ।
� মালয়েশিয়াতে পরিবারসহ/ছাড়া থাকার কোন বাধ্যবাধকতা নেই।
� ব্যবসায় বিনিয়োগ করার সহজ শর্ত ও সুযোগ।
� TAX মুক্ত বাড়ি ও গাড়ি কেনার সুবিধা।
� মালয়েশিয়াতে যে কোন সম্পত্তি কেনায় ব্যাঙ্ক লোন সুবিধা Up to ৬০%।
� ৩৫ বছরের নিচে সন্তান Dependent হিসেবে অন্তর্ভুক্ত হবে।
� ৬০ বছরের উপরের পিতা মাতা অথবা শ্বশুর- শাশুড়ি Dependent হিসেবে ভিসা পাবেন।
� মেডিকেল ও ইনসিওরেন্স সুবিধা।
� নিজ নামে প্রাইভেট লিঃ কোম্পানি করতে পারবেন।
� ব্যবসার নেটওয়ার্কিং, ড্রাইভিং লাইসেন্স পাবেন।
� যে কোন ধরনের বৈধ ব্যবসা করা যাবে ।
� মালয়েশিয়ার যে কোন প্রান্তে থাকা যাবে।
� সন্তানদের সরকারী, আধা সরকারী ও ইন্টারন্যাশনাল স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে
পড়াশুনা করাতে পারবেন।
� দেশ থেকে একজন গৃহকর্মী নেয়া যাবে।
� ৫০ বছর বা অধিক যাদের বয়স তারা চাকুরি করতে পারবেন।
আরো বড় ধরনের আকর্ষণীয় সুবিধা হচ্ছে আপনার এবং আপানার পরিবারের পাসপোর্ট এ কোন দেশের ভিসা না থাকলেও বিশ্বের উন্নত দেশ সমূহ যেমন, বৃটেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ সহ যেকোন দেশের ভিজিট ভিসা সহজেই পেয়ে যাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com