বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

মালয়েশিয়ার মাল্টিপল ভিসা

  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪
ঘরে বসে মালয়েশিয়ার মাল্টিপল ভিসা যেভাবে পাবেন।
মালয়েশিয়ার টুরিস্ট ভিসা নিয়ে অনেক ইনফরমেশন শেয়ার করেছি। একটা সময় ছিল যখন মালয়েশিয়ার ভিসা পেতে কোন সমস্যা হতো না। ট্রাভেল এজেন্সির কাছে ব্যাংক স্টেটমেন্ট, ছবি আর পাসপোর্ট দিলেই আপনি ভিসা পেয়ে যেতেন। কিন্তুু বর্তমান সময়ে প্রপার ডকুমেন্ট দিয়ে প্রথমবারে সিঙ্গেল এন্ট্রি টুরিস্ট ভিসা পাওয়া সহজ ব্যাপার হলেও মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা পেতে একটু সমস্যা হচ্ছে। শুধু মাত্র ব্যাংক স্টেটমেন্ট, ছবি আর পাসপোর্ট দিলেই কাজ হচ্ছে না। বরং মালয়েশিয়া এম্বাসির ওয়েবসাইটে যে চেক লিস্ট দেওয়া আছে, তার বাইরে আরো অনেক ডকুমেন্ট দেওয়া লাগে। মনে রাখবেন, বর্তমানে মালয়েশিয়া দিচ্ছে ৬ মাসের ভিজিট ভিসা (সিঙ্গেল এন্ট্রি /মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা)। প্রতিবার এন্ট্রি তে সর্বোচ্চ ৩০ দিন থাকতে পারবেন।
আমরা অনেকেই মনে করি এই ডকুমেন্ট সেই ডকুমেন্ট না দিলেও ভিসা পাওয়া যায়। অথবা আগে ভিসা করেছি, তখন এই ডকুমেন্ট – ঐ ডকুমেন্ট লাগে নাই তাহলে আপনি কেন চাইছেন। অমুক এজেন্সি – তমুক এজেন্সি ভিসা করে দেয় তাদের এত কিছু লাগে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনার। ভিসা পেতে হলে আপনাকে এম্বাসি রিকোয়ার্ড ডকুমেন্টস অবশ্যই জমা দিতে হবে এবং তা অবশ্যই নির্ভুল হতে হবে। আর নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে ভিসা পাওয়ার জন্য। আপনার দেখার বিষয় নির্দিষ্ট সময়ে আপনার ফাইল জমা হলো কি না। মনে রাখবেন, আপনার ফাইল যত তারাতাড়ি এম্বাসিতে জমা পড়বে তত তারাতাড়ি আপনি ভিসা পাবেন। আপনার কোন ডকুমেন্ট দেখে যদি, এম্বাসির কাছে মনে হয়, যে ঐ ডকুমেন্টটা অরজিনাল না তার জন্য এম্বাসি চাইলে, আপনার ভিসা রিজেক্ট করে দিতে পারে।
উল্লেখ্যঃ মালয়েশিয়ার ৬ মাসের মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা বর্তমানে ৫/৭ কর্ম দিবসের মধ্যেই পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com