মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন

মালয়েশিয়ায় ভাগ্য খুলছে বাংলাদেশিদের, ন্যূনতম মজুরি ১৭০০ রিংগিত

  • আপডেট সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিরা বড় সুখবর পেতে যাচ্ছেন। দেশটিতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিংগিত নির্ধারণ করা হচ্ছে। এতে ভাগ্য খুলছে বাংলাদেশিসহ অন্য শ্রমিকদের। শুক্রবার (১৮ অক্টোবর) দেশটির জাতীয় সংসদে ২০২৫ সালের বাজেট পেশ করার সময় প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ন্যূনতম মজুরি ১৫০০ থেকে বাড়িয়ে ১৭০০ রিংগিত করা হচ্ছে।’

এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব ওই বছরের ১ মে থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫০০ রিংগিত নির্ধারণ করেছিলেন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একইসঙ্গে অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি জানান, মানবসম্পদ মন্ত্রণালয় শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের ২২৯০ রিংগিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ৩৩৮০ রিংগিত এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের ২৯৮৫ রিংগিত প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করা হবে।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘চরম দারিদ্র্য দূর করার জন্য পিপলস ইনকাম ইনিশিয়েটিভে (আইপিআর) ২৫০ মিলিয়ন রিংগিত বরাদ্দ করা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com